scorecardresearch

শনির দশায় ব্রাজিল! বিশ্বকাপে সাড়া জাগানো মরোক্কার কাছে এবার বিধ্বস্ত সেলেকাওরা

ফের হতশ্রী পারফরম্যান্স ব্রাজিলের। এবার মরক্কোর কাছেও হেরে বসলেন নেইমাররা

শনির দশায় ব্রাজিল! বিশ্বকাপে সাড়া জাগানো মরোক্কার কাছে এবার বিধ্বস্ত সেলেকাওরা

মরক্কো: ২ (বুফল, সাবিরি)
ব্রাজিল: ১ (ক্যাসেমিরো)

ব্রাজিলের শনির দশা কাটছেই না। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকার শ্যুট আউটে হেরে ছিটকে গিয়েছিল ব্রাজিল। তারপর আন্তর্জাতিক ফুটবলে ফিরে ফের হার হজম করতে হল তাঁদের।

ট্যানজিয়ের-এ প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচেই ২-১ গোলে হার হজম করল ‘নতুন’ ব্রাজিল। তিতে বিশ্বকাপের পরেই পদত্যাগ করেছিলেন। আপাতত ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন অন্তর্বর্তী কোচ রামোন মেনেজেস। নেইমার এবং রিচার্লিসন চোটের কারণে বাইরে। সেই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে ছেঁটে ফেলেছে আলিসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহাকে।

রনি, ইবানেজ, টেলেসের মত ব্রাজিলে বেশ কিছু নতুন মুখ। তবে তাতেও হার সামলাতে পারল না ব্রাজিল। বিশ্বফুটবলে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল মরক্কো।

আরও পড়ুন: সেরা ডিফেন্ডারদের ছেলেখেলা করে সেরার সেরা গোল! ক্যাপ্টেন হয়েই অবিশ্বাস্য কাণ্ড এমবাপের, দেখুন ভিডিও

বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস গড়েছিল মরক্কো। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও নিজেদের তুখোড় ফর্ম অব্যাহত রাখল উত্তর আফ্রিকান দেশটি।

ইবন বতুতা স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল দুই দল। ম্যাচে ব্রাজিল হারলেও বল কন্ট্রোলে এবং পজেশনে বরাবর এগিয়ে ছিল। অন্যদিকে, মরক্কো কাউন্টার এটাকে ব্রাজিলকে সমস্যায় ফেলছিল।

২৯ মিনিটে এমার্সন রয়্যাল বক্সের কাছে বলের দখল হারিয়ে ফেলেন। ব্রাজিল।ডিফেন্ডারের এই ‘উপহার’ ভালোভাবে সদ্ব্যবহার করে মরক্কো। বিলাল এল খানাউস গোলের বল সাজিয়ে দেন বুফলকে। যেখান থেকে গোল করে মরোক্কাকে এগিয়ে দেন তিনি।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন মরোক্কান গোলকিপার বোনু। ব্রাজিল ম্যাচে তিনি একের পর এক ভুল করে গেলেন। ২২ মিনিটে তাঁর ভুল থেকেই গোল করার মোক্ষম সুযোগ পেয়ে গিয়েছিলেন সেলেকাও জার্সিতে রবিবার অভিষেক।ঘটানো রনি। ঠিক পরের মুহূর্তেই ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল তুলে দেন। ভিনিসিয়াস গোল করলেও সেক্ষেত্রে তা অফসাইডের কারণে বাতিল হয়।

৬৭ মিনিটে বোনুর ফের একবার ভুল থেকে সমতা ফিরিয়ে যান ক্যাসেমিরো। ব্রাজিল ফরোয়ার্ডের দুর্বল শট রুখতে পারেননি তিনি। তবে সমতা ফেরানোর ১২ মিনিট পরেই ব্রাজিল গোল হজম করে বসে পরিবর্ত ফুটবলার আব্দেল হামিদ সাবেরির কাছে। ব্রাজিল বক্সে লুজ বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Brazil succumbs defeat to morocco in friendly