Brazil vs Belgium Score, FIFA World Cup 2018: আরও একটি বড়সড় অঘটনের সাক্ষী হয়ে রইল রাশিয়া বিশ্বকাপ। আবারও সেই অঘটন ঘটল কাজান এরিনায়। এবার এখানে নেইমারদের স্বপ্নের সলিল সমাধি ঘটল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের জার্নিতে ইতি টানতে হল তিতের ছেলেদের। ব্রাজিলের মতো শক্তপোক্ত দলকে টেক্কা দিয়ে এবার শেষ চারের দলে নাম লিখিয়ে ফেললেন ডার্ক হর্সরা।
ব্রাজিলের খেলা মানে বরাবরই মোস্ট ওয়াচড ম্যাচ। আর বেলজিয়ামের মতো বাঘা প্রতিপক্ষ থাকা মানে সে ম্যাচ স্বাভাবিক ভাবেই ছিল হাইভোল্টেজ। এ ম্যাচ ঘিরে উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। বিশেষত ব্রাজিল জ্বরে অনেকেই কাবু হয়েছিলেন। কিন্তু সেই নেইমারভক্তদের এদিন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
এদিন ম্যাচ শুরুর প্রথম থেকেই যেন নেইমারদের থেকে উনিশ-বিশ ফারাকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল লুকাকুদের। ফলও হয়েছে তাই। ১৩ মিনিটের মাথায় নিজের পায়ে কুড়ুল মারার মতো সেমসাইড গোল করে বেলজিয়ামকে বাড়তি অক্সিজেনের যোগান দেন ফার্নান্দিনহো। এরপর সাম্বা ব্রিগেডকে ১-০ গোলে পিছনে ফেলে বুক চিতিয়ে খেলছিলেন রবের্তো মার্তিনেসের ছেলেরা। ৩১ মিনিটের মাথায় দুরন্ত গতিতে গোল করে চমক দেন ব্রাইনার। লুকাকুর সাজিয়ে দেওয়া ছকে ব্রাইনারের অসামান্য গোলের পরই যেন হারতে বসেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের খেলায় ৭৬ মিনিটের মাথায় অগুস্তোর হাত ধরে এক গোল শোধ করে খেলার মোড় খানিকটা ঘোরানোর চেষ্টা করে ব্রাজিল। কিন্তু, শেষ পর্যন্ত খেলার মোড় ঘোরেনি, আর নেইমার ম্যাজিকও ঘটেনি। যার পরিণাম হিসেবে ৯০ মিনিটের মাথায় রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল নেইমারদের।
Brazil vs Belgium Score, FIFA World Cup 2018 Quarterfinal Score and Updates: Read in English
1.23 AM: বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেইমারদের, সেমিফাইনালে বেলজিয়াম।
#BEL WIN!
The @BelRedDevils knock Brazil OUT of the #WorldCup to set up a semi-final clash with France! #BRABEL 1-2#WorldCup pic.twitter.com/JDCh46gO4t
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
1.13 AM: ৮৫ মিনিট পার, ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল। শেষবেলায় নেইমারদের ম্যাজিকের অপেক্ষায় ব্রাজিল ভক্তরা। টুইস্ট হবে কি শেষলগ্নে?
1.04 AM: গোওওওওললল!!! ৭৬ মিনিটের মাথায় অগুস্তোর হাত ধরে এক গোল শোধ করল ব্রাজিল, খেলার ফল ১-২
#BRA GOAL!
Can they do it? Renato Augusto's header gives @CBF_Futebol hope in Kazan! #BRABEL 1-2 pic.twitter.com/0C3bAasa0x
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
1.00 AM: ৭১ মিনিট পার, ২ গোলে পিছিয়ে থেকে চাপে নেইমাররা।
12.49 AM: অল্পের জন্য গোল হাতছাড়া ডার্ক হর্সদের। ৬২ মিনিটের শেষে ব্রাজিল ০, বেলজিয়াম ২
12.45 AM: গোল শোধ করতে মরিয়া তিতের ছেলেরা। আক্রমণাত্মক ভঙ্গিতে নেইমার। কিন্তু এখনও গোলের খাতা খুলতে পারল না সাম্বা বাহিনী। পেনাল্টি পাওয়ার সুযোগও ফস্কে গেল নেইমারদের।
12.39 AM: আজ গোল করে নজির গড়লেন ব্রাইনার।
12.32 AM: দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ব্রাজিল ০, বেলজিয়াম ২
12.18 AM: প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল ০, বেলজিয়াম ২
The perfect half of football for @BelRedDevils! ????????????#BRABEL // #WorldCup pic.twitter.com/abLXryZvwm
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
12.11 AM: ব্রাইনারের গোল করার মুহূর্ত
Kevin De Bruyne's goal: A short play. #BRABEL 0-2#WorldCup pic.twitter.com/lvsWvloNrm
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
12.03 AM: গোওওওওওললল!!! সাম্বা ব্রিগেডকে চাপে ফেলে ২-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম। লুকাকুই কার্যত এ গোলের নায়ক। যদিও অসামান্য গোল হয়েছে ব্রাইনারের পায়ে বল লেগে।
KDB!#BEL are 2-0 up in Kazan thanks to a great strike from @DeBruyneKev! #BRABEL 0-2 pic.twitter.com/P5mTYN2U8h
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
12.01 AM: ব্রাজিল-বেলজিয়াম দ্বৈরথ ঘিরে গ্যালারিতে উচ্ছ্বাস দর্শকদের।
11.44 PM: গোওওওওললল! আত্মঘাতী গোলে এগিয়ে বেলজিয়াম। ফার্নান্দিনহোর হাত ধরে ১-০ গোলে এগিয়ে গেলেন ডার্ক হর্সরা।
#BEL GOAL! @BelRedDevils take the lead in Kazan! #BRABEL 0-1 pic.twitter.com/4IzoeqyqMc
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
11.42 PM: ধুন্ধুমার ম্যাচ ঘিরে কাজানে স্টেডিয়ামে জনসমুদ্র।
It's our last match in Kazan tonight...
What a game to bow out with! #BRABEL 0-0#WorldCup pic.twitter.com/edQi0Wrfpx
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
11.38 PM: মেগা ম্যাচের আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে গলা ফাটালেন দু'দলের ফুটবলাররা।
11.30 PM: কিক অফ!
We're under way in Kazan! #BRABEL #WorldCup pic.twitter.com/eNgC8dU8Iv
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
11.28 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষ। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই শুরু ফুটবল যুদ্ধ।
Les fans brésiliens sont chauds ! ????#BRA #BRABEL #CM2018 pic.twitter.com/S6MiWHz9mM
— Coupe du Monde ???? (@fifaworldcup_fr) July 6, 2018
11.21 PM: একনজরে দেখে নিন দুই দলের যোদ্ধাদের।
Ready for another big game?
Yeah, so are we.
Here are the teams for #BELBRA! #WorldCup pic.twitter.com/09MMe3507S
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
11.19 PM: ফুটবলারদের কাজানে পৌঁছনোর মুহূর্ত
The teams have arrived in Kazan for #BRABEL!
Where are you watching the game tonight?
TV listings ???? https://t.co/xliHcxWvEO
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
11.12 PM: আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শুরু হচ্ছে নেইমার বনাম লুকাকুর লড়াই।
#BRABEL // Formations ????#WorldCup pic.twitter.com/Q9yDKBn6cW
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018
শেষ চারের লড়াইয়ে আজ নেইমারদের হারিয়ে চমক দেখালেন লুকাকুরা। এবার বেলজিয়ামের লক্ষ্য সেমিফাইনাল অভিযান।