Advertisment

Brazil vs Mexico Live Score, FIFA World Cup 2018 Live Streaming: নেইমারের কাঁধে চেপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Brazil vs Mexico Live Score, FIFA World Cup 2018 Live Streaming: বিশ্বকাপের ফাইনাল রাউন্ডে শেষ ষোলোর বেশি আর এগোতে না পারার নিজেদের রেকর্ড অব্যাহত রাখল মেক্সিকো। এই নিয়ে সপ্তম বার শেষ ষোলোর থেকে বেরিয়ে গেল তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জয়ের মুহূর্ত

Brazil vs Mexico Live Score, FIFA World Cup 2018 Live Score and Updates: বিশ্বকাপের ফাইনাল রাউন্ডে শেষ ষোলোর বেশি আর এগোতে না পারার নিজেদের রেকর্ড অব্যাহত রাখল মেক্সিকো। এই নিয়ে সপ্তম বার শেষ ষোলোর থেকে বেরিয়ে গেল তারা। পাশাপাশি ব্রাজিল দেখিয়ে দিল, তারা আর্জেন্টিনা বা স্পেন বা জার্মানি হতে আসে নি। শুক্রবার তারা মুখোমুখি হতে চলেছে হয় জাপান নাহয় বেলজিয়ামের।

Advertisment

এই বিশ্বকাপে আশানুরূপ খেলা আজকের আগে দেখাতে পারে নি ব্রাজিল, যাদের অনেকেই মনে করছেন কাপের দাবিদার। আজ মেক্সিকোর বিরুদ্ধে তাদের আপ্রাণ চেষ্টা ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার। মেক্সিকো গত ম্যাচে সুইডেনের কাছে ৩-০ হেরে কিঞ্চিৎ বেকায়দায় ছিল আজ। ব্রাজিলের বিরুদ্ধে হয়তো একটু বেশিই সাবধানে খেলল তারা।

publive-image দিনের শেষে #RivalHug, নেইমার এবং গুয়ার্দাদো

9.24 pm: সব শেষ, মেক্সিকো এবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল!

9.17 pm: আবার হলুদ কার্ড মেক্সিকো কে, ৯০ মিনিট শেষ, ছ মিনিটের ইনজুরি টাইম শুরু

publive-image ব্রাজিলের দ্বিতীয় গোলের মুহূর্ত

9.14 pm: গোওওওওল!!! ২-০ ব্রাজিল!!! মেক্সিকোর ডিফেন্সে বিরাট গ্যাপের সুযোগ নিয়ে নেইমার-ফামিনোর যৌথ প্রয়াস!!! 

9.13 pm: রেগুলেশন টাইমের আর তিন মিনিট বাকি

9.10 pm: মেক্সিকো সব কিছু দিয়ে গোল করার চেষ্টায়। খেলা মোটামুটি ব্রাজিলের অর্ধ ছেড়ে বেরোচ্ছে না

9.02 pm: ৭৬ মিনিটের মাথায় হলুদ কার্ড মেক্সিকোর সালসেদো কে

publive-image ব্রাজিলের আক্রমণ

9.00 pm: অকারণ ফাউল করে ফ্রি কিক বিতরণ করছে মেক্সিকো। ম্যাচে এখন পর্যন্ত মেক্সিকোর ফাউল সংখ্যা ১৫, ব্রাজিলের ৫

8.58 pm: ধরাশায়ী নেইমার। তাঁর গোড়ালিতে গুরুতর চোট লেগেছে বলেই মনে হচ্ছে। দুই টিমের মধ্যে আজ প্রথমবার বাদানুবাদের সূচনা। কিন্তু কার্ড দেখলেন না কেউ

8.54 pm: আবার উইলিয়ান! একটুর জন্য ২-০ হলো না!

8.49 pm: এই মুহূর্তে যদি কারোর গোল প্রাপ্য হয়, তিনি হলেন উইলিয়ান। সেকেন্ড হাফে ব্রাজিলকে যথেষ্ট প্রাণবন্ত দেখাচ্ছে

8.48 pm: মেক্সিকোর কড়া প্রতি আক্রমণ ঠেকিয়ে রেখেছে ব্রাজিল। কার্লোস ভেলার ওপর থিয়াগো সিলভার ট্যাকলের জন্য মেক্সিকো পেনাল্টি দাবি করেছে. রেফারি এবং VAR মিলে নাকচ করলেন

publive-image আমাদের পাঠক অমিতাভ সেনগুপ্তর তোলা ছবি

8.41 pm: ৫৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখলেন মেক্সিকোর হেক্টর হেরেরা। পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি

8.37 pm: গোওওওওল!!! ব্রাজিল!!! ৫১ মিনিটের মাথায় উইলিয়ান এবং নেইমারের পারফেক্ট যুগলবন্দী! শেষ সময়ে বল ট্যাপ করে গোলে ঢোকালেন নেইমার

publive-image গোলের মুহূর্ত!

8.36 pm: পরপর দুটি জোরদার শট লক্ষ্যভ্রষ্ট, একটি ব্রাজিলের একটি মেক্সিকোর

8.28 pm: দ্বিতীয় হাফের জন্য তৈরী সামারা

8.23 pm: এই বিশ্বকাপে প্রথমবার গোলশূন্য রইল প্রথমার্ধ

8.13 pm: ম্যাচের ৪২ মিনিটের মাথায় আবার হলুদ কার্ড, এবার দেখলেন ব্রাজিলের ফিলিপে লুইজ

publive-image কিছু পরিসংখ্যান

8.09 pm: সন্ধ্যার প্রথম হলুদ কার্ড দেখলেন আলভারেজ, নেইমারকে ফাউল করার অপরাধে। সত্যিই ফাউল ছিল

8.07 pm: পরপর নেইমার! প্রথম শটটি ব্লক হওয়ার পর পেলেন ফ্রি কিক, যেটাতে পা ছোয়াঁলেন জেসাস, কিন্তু মেক্সিকো এখনো অক্ষত

publive-image ম্যাচের মুহূর্ত

7.57 pm: ম্যাচে এর মধ্যেই অনেকগুলি কর্নার দেখেছি আমরা, কিন্তু দুই টিমের কেউই সেগুলির সদ্ব্যবহার করতে পারেন নি

7.55 pm: এর মধ্যে হঠাৎ আক্রমণে মেক্সিকো, কিন্তু লোজানো এবং হার্নান্দেজের ছন্দপতন

7.50 pm: আঠারো মিনিটের পরও স্কোর ০-০, যদিও ব্রাজিল বল নিজেদের দখলেই রেখেছে



7.30 pm: দুই দলের জাতীয় সংগীতের পর সামারায় কিক অফ।.

brazil FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup
Advertisment