scorecardresearch

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে এবার ব্রাজিলিয়ান তারকাও! লজ্জার মাথা খেয়ে হাজির মার্টিনেজের ডাকে

মার্টিনেজের আমন্ত্রণে সাড়া দিলেন ব্রাজিলের জাতীয় দলের তারকাও

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে এবার ব্রাজিলিয়ান তারকাও! লজ্জার মাথা খেয়ে হাজির মার্টিনেজের ডাকে

‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়’! এমনটাই যেন বলছেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পরে এক মাসের বেশি সময় অতিক্রান্ত। তবে এখনই বিশ্বকাপ জয়ের রেশ কাটছে না আর্জেন্টিনীয় গোলরক্ষকের।

বিশ্বকাপ জিতে দেশেই একপ্রস্থ সেলিব্রেশনে মেতেছিলেন তারকা। এবার ইপিএলে নিজের ক্লাব আস্টন ভিলায় যোগ দিয়েও সেলিব্রেশনে খামতি নেই মার্টিনেজের। ইপিএলে বেশ কয়েকদিন আস্টন ভিলার খেলা নেই। এই অবসরে লন্ডনে বন্ধু-বান্ধবদের নিয়ে চুটিয়ে পার্টি করলেন সুপারস্টার। ভিলা পার্ক থেকে ৯ মাইল দূরে মার্টিনেজ পার্টির আয়োজন করলেন আর্জেন্টিনীয় সতীর্থ এবং ক্লাব সতীর্থদের নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় মার্টিনেজের সেই পার্টি যে টুকরো টাকরা ছবি পাওয়া যাচ্ছে, তাতেই জানা যাচ্ছে, গোটা হোটেলটাই আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙিয়ে ফেলা হয়েছে। এমনকি হোটেলের মেঝেও আর্জেন্টিনার ছোঁয়া। বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্তের ছবি হোটেল , বল রুমের দেওয়ালে শোভা পাচ্ছে। পোস্টার, বেলুনে ছয়লাপ গোটা হোটেল চত্ত্বর।

বলরুমে যেখানে ডিজে, লাতিন আমেরিকান মিউজিক সহ সমস্ত অতিথিরা মেতে উঠেছিলেন সেই রুমের ঠিক মধ্যিখানে রাখা হয়েছিল বিশ্বকাপ জয়ের ট্রফি। লাতিন আমেরিকান মিউজিক ফের পালাসিওর সুরে সকলকে কোমড় দোলাতে দেখা গিয়েছে ভাইরাল ভিডিও। আগত অতিথিদের মধ্যে রয়েছেন মার্টিনেজের আস্টন ভিলাতেই খেলা আর্জেন্টিনীয় তারকা এমিলিয়ানো বুয়েনদিয়া। এবং লিভারপুলের ফিলিপে কুটিনহো। ক্লাব সতীর্থ না হয়েও মার্টিনেজের আমন্ত্রণে সাড়া দিয়ে পার্টিতে এসেছিলেন ব্রাজিলীয় তারকা। পার্টিতে আগত সকলের গায়েই দেখা গিয়েছে সাদা টি-শার্ট।

ফাইনালের পরে মার্টিনেজ শিরোনামে উঠে এসেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার সময় অশ্লীলতা প্রদর্শন করে। পরে আর্জেন্টিনীয় সুপারস্টার জানান, ফরাসি সমর্থকদের বার্তা দেওয়ার জন্যই তিনি সেরকম অঙ্গভঙ্গি করেছিলেন। পরে ফিফার তরফে নিন্দা করে জানানো হয়, আর্জেন্টিনা শৃঙ্খলাভঙ্গ করেছে।

ফাইনাল ম্যাচের পর এমবাপেকে নিয়ে ড্রেসিংরুমে গান গাওয়া হোক, বা ফরাসি সুপারস্টারের পুতুল নিয়ে বুয়েন্স আয়ার্সে উদযাপন-বারেবারেই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। কোলো মুয়ানির একদম শেষলগ্নের সেই মিথ হয়ে যাওয়া শট পায়ের যে জায়গায় লাগিয়ে সেভ করেছিলেন, সেখানে ট্যাটু করেছেন সেই সেভের। বাড়িতে বিশ্বকাপ জয়ের স্মারক যাতে চুরি না হয়, সেইজন্য ৩০ বছরের সুপারস্টার শিকারি কুকুরও পুষেছেন। এবার লন্ডনে পার্টিতে হাজির করে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকাকেও।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Brazilian star philippe coutinho seen in argentine goalkeeper emiliano martinez world cup winning party