বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হোক দু-এক মাস। বিশ্বকাপের স্লটে বরং আইপিএল আয়োজন করা হোক। এমনটাই পরামর্শ দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্রেন্ডন ম্যাককালাম।
করোনা সংক্রমণের কারণে দু বার পিছিয়ে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজন ঘিরেও সংশয় দেখা দিয়েছে। এমন অবস্থায় ম্যাককালাম স্কাই ক্রিকেটের পডকাস্ট এ জানালেন, "আমার মনে হয় আইপিএল অক্টোবর উইন্ডোতে আয়োজন করে টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া উচিত। এতে মহিলাদের বিশ্বকাপও পিছোতে হবে। তবে অন্ততপক্ষে তিনটে টুর্নামেন্ট আয়োজনই করা সম্ভব হবে।"
ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে না। কিউয়ি তারকা সাফ জানাচ্ছেন, "১৬টা দল, তাদের সাপোর্ট স্টাফকে নিয়ে আসা। সম্প্রচার সংস্থার বন্দোবস্ত করা। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব নয়। ফাঁকা স্টেডিয়ামে তো খেলা নয়ই!"
ম্যাককালাম সমাধান বাতলেছেন, "২০২১ এর শুরুতে একটা উইন্ডো থাকতে পারে। সেক্ষেত্রে আইপিএলের জন্য নতুন একটা উইন্ডো খুলে যেতে পারে (সেপ্টেম্বর- অক্টোবর)। আইপিএলের জন্য বেশ কিছু বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসতে হবে। ভারতের সম্প্রচার সংস্থাকেও। এটা অনেক বেশি সহজ।"
ম্যাককালাম নিজে চলতি মরশুমের আইপিএলে কেকেআরের কোচের ভূমিকা পালন করবেন। তবে কোচ হিসেবে শুরুতেই মাঠে নামা আটকে গিয়েছে ভাইরাসের সংক্রমণে। আপাতত নাইটদের জার্সিতে কোচিং করাতে মুখিয়ে তিনি।
যাইহোক, সেই পডকাস্ট এ উপস্থিত ছিলেন ইয়ান স্মিথ ও সাইমন ডুলও। প্রাক্তন কিউই সিমারও জানিয়ে রাখছেন, বিশ্বকাপের মত ইভেন্ট যেহেতু আইসিসির কোষাগার ভরে। সেখানে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলার ঝুঁকি নিতে পারবে না আইসিসি।