/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/1-LEAD-10.jpg)
তিনি নিজেই ব্যাটসম্যানদের ত্রাস। বল হাতে তাঁর ছুটে আসার দৃশ্যে ঘুম ছুটে যেত বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। সেই ব্রেট লি ই কিনা একজনকে বোলিং করতে ভয় পেতেন। রীতিমত প্রকাশ্যে জানিয়ে দিলেন সেই ক্রিকেটারের নাম।
অন্য কেউ নন রোহিত শর্মাকে বোলিং করার সময় ঘাবড়ে থাকতেন অজি সুপারস্টার। সম্প্রতি স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে ব্রেট লি রোহিত শর্মার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিতের প্রসঙ্গ উঠলেই তারকা ভারতীয়র ব্যাটিংয়ের শব্দের কথা মনে পড়ে তাঁর।
ব্রেট লি জানাচ্ছিলেন, "রোহিত ফ্লামবয়েন্ট মেজাজের আগ্রাসী ব্যাটসম্যান। তবে রোহিত শর্মার প্রথম স্মৃতি বলতে ব্যাটিংয়ের শব্দের কথাই মনে পড়ে।"
বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা হিটম্যান নামে পরিচিত। ঈশ্বর প্রদত্ত টাইমিং, রাজকীয় স্ট্রোক প্লে এবং আলগা কমনীয়তা- রোহিতের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য।
যাইহোক, রোহিত শর্মা ও ব্রেট লি আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই আইপিএলেও মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। কেকেআরের জার্সিতে খেলার পর কিছুদিন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন অজি পেসার। অন্যদিকে ডেকান চারজার্সের হয়ে আইপিএল জেতার পর মুম্বইয়ের হয়ে প্রতিটি সংস্করণ মাঠে নেমেছেন রোহিত।
২০০৭ এ জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে রোহিতের। শুরুতে জাতীয় দলের হয়ে একদমই ছাপ ফেলতে পারেননি প্রতিভাবান রোহিত। তবে ২০১৩ এ ধোনি রোহিতকে ওপেনিংয়ে পাঠানোর পরে আর ফিরে তাকাতে হয়নি মুম্বইকরকে। কিছুদিন আগেই গম্ভীর বর্তমান সময়ের সেরা সীমিত ওভারের ব্যাটসম্যান বলে দিয়েছিলেন রোহিতকে। হিটম্যান বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে তিনটে দ্বিশতরান হাঁকিয়েছেন। বিশ্বকাপের একটি সংস্করণে পাঁচটি সেঞ্চুরির বিরল মালিকও তিনি।
গম্ভীরের মতে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের বর্তমান একনম্বর ব্যাটসম্যানকে প্রশংসায় ভরিয়ে দিয়ে লি জানিয়েছেন, "রোহিত এমন এক ব্যাটসম্যান যে মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকে। কঠিন সময়ের মধ্যেই নিজেকে বারেবারে প্রমান করেছে ও।"
২০১৪-১৫ মরশুমে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সর্স এর হিয়ে পার্থ স্করচার্সের বিরুদ্ধে ফাইনালে খেলার পর বুটজোড়া তুলে রাখেন। তিনি লি-র শেষ সংযোজন, "টপ অর্ডারে যখন রোহিত শর্মার মত ব্যাটসম্যান থাকে যে শুরু থেকেই বোলারদের উপর চড়ে বসতে চায়, তাঁকে বল করা সবসময় এড়িয়ে যেতে চাইবো। ও এমনই একজন ক্লাস ক্রিকেটার।"