/indian-express-bangla/media/media_files/2024/10/23/W27VS60Cv1TJuYi8y6l5.webp)
Brett Lee on Mohammed Shami: মায়াঙ্ক যাদবকে নিয়ে আশাবাদী লি (টুইটার)
Brett Lee, Border Gavaskar Trophy, Mohammed Shami: অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্রেট লি এবার ভারতীয় দলকে সুন্দর সমাধান বাতলে দিলেন। আসন্ন বর্ডার গাভাসকার সিরিজে মহম্মদ শামির অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই টিম ইন্ডিয়ার। এর মধ্যেই বড়সড় বার্তা দিলেন ব্রেট লি।
ভারত বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। অস্ট্রেলিয়ার প্ৰথম সারির তারকারা আবার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলে প্রস্তুতি সারছেন। এর মধ্যেই ভারতীয় শিবিরে দুশ্চিন্তা হিসাবে হাজির হয়েছে মহম্মদ শামির ফিট হয়ে ওঠার বিষয়টি।
নভেম্বরের ২০ তারিখে পারথে ভারত প্ৰথম টেস্টে খেলতে নামার আগে শামি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। শামি যদিও জানিয়েছেন, তিনি কোনওরকম ব্যথা ছাড়াই মাঠে অনুশীলন সারছেন। সিরিজ ডাউন আন্ডার (বর্ডার-গাভাসকার সিরিজ)-এ তিনি খেলার ব্যাপারে আশাবাদীও।
এর মধ্যেই ব্রেট লি ভারতকে শামির পরিবর্ত খুঁজে দিয়েছেন। লি বলছেন, শামির পরিবর্তে ভারত স্কোয়াডে মায়াঙ্ক যাদবকে স্কোয়াডে রাখুক। জাতীয় দলের জার্সিতে লখনৌয়ের পেস সেনসেশন অভিষেক ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজেই। আইপিএলে লখনৌয়ের হয়ে সাড়া জাগানো আত্মপ্রকাশের পর দ্রুতই টিম ইন্ডিয়া মনিটর শুরু করে স্পিডস্টারকে নিয়ে।
চোট সারিয়ে ফেরার পর মায়াঙ্ককে সটান অভিষেকের সুযোগ করে দেওয়া হয়। কেরিয়ারে মাত্র একটা ফাস্ট ক্লাস ম্যাচ খেললেও মায়াঙ্ককে লম্বা ফরম্যাটের ক্রিকেটেও খেলানোর বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ফক্স ক্রিকেটে ব্রেট লি জানিয়েছেন, কয়েকজন ক্রিকেটারদের উত্থানে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট যেভাবে সহায়ক হয়েছে, তা লক্ষণীয়।
"আইপিএলে কাজ করার সূত্রে তরুণ প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের দেখার সুযোগ হয়েছে। মায়াঙ্ক যাদব নিজের আইপিএল কেরিয়ারের প্ৰথম ম্যাচেই ১৫৭ কিমি গতি তুলেছিল।" বলেছেন তিনি।
সেই সঙ্গে সংযোজন, "ভারতের সবথেকে বড় বিষয় হল, কেউ কতটা পরিমাণ ক্রিকেট খেলেছে তা নিয়ে ওঁরা মোটেও ভাবিত নয়। কেউ যদি তৈরি থাকে, তাঁকে সেখানেই নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই থিওরিতে আমি নিজেও বিশ্বাস করি। ১৩৫-১৪০ কিমি গতির বিরুদ্ধে ব্যাটারদের সমস্যা হয়না।
তবে কেউ যদি নিয়মিত ১৫০ প্লাস গতিতে বল করে যায়, সে যেই হোক না কেন, ব্যাটাররা তাঁদের মোটেও ফেস করতে চায় না। মায়াঙ্ক একদম পুরো প্যাকেজ। মহম্মদ শামি যদি তৈরি না থাকে, তাহলে ওঁকে ভারত স্কোয়াডে নিক। আমার মনে হয় অস্ট্রেলিয়ান উইকেটে ও বেশ ভালো পারফর্ম করবে।"
ব্রেট লি যদিও জানিয়েছেন, আসন্ন বর্ডার গাভাসকার সিরিজ তৃতীয়বারের মত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের জন্য মহম্মদ শামির ফিট থাকা ভীষণ জরুরি। "অশ্বিন ৬০০ টেস্ট উইকেটের দিকে এগোচ্ছে। স্পিন বোলিংয়ের সময় ও দারুণভাবে শ্যেপ ধরে রাখতে পারে। নতুন বলেও ও বল করতে পারে। তবে অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের জন্য শামির থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি জসপ্রীত বুমরা কতটা ভালো। দুদিকেই বল মুভি করাতে পারে ও। রিভার্স সুইংয়ের মাস্টার ও। মহম্মদ সিরাজ জানে কীভাবে নতুন বলকে কথা বলাতে হয়।"
"পারথ, এডিলেডের মত উইকেটে কম্বিনেশন অনেকটাই ফ্যাক্টর। তিনজন ফাস্ট বোলারের সঙ্গে অশ্বিনকে জুড়ে দিতে হবে। তারপর পার্ট টাইম স্পিনারদের ওপর ভরসা রাখতে হবে। তবে ভারতকে জিততে হলে তিনজন পেসারকে জ্বলে উঠতেই হবে।"