Bangladesh vs Zimbabwe 5th t20I: ব্রায়ান বেনেটের অলরাউন্ড দক্ষতা এবং সিকান্দার রাজার অপরাজিত ৭২ পঞ্চম টি২০-তে জয় এনে দিল জিম্বাবোয়েকে। পাওয়ার প্লেতে বাংলাদেশের ২ উইকেট নেওয়ার পর বেনেট ব্যাট হাতে ঝোড়ো ৭০ করে যান। প্ৰথমে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে ১৫৭ তুলেছিল। সেই রান জিম্বাবোয়ে চেজ করে হাতে ৮ উইকেট এবং ৯ বল বাকি থাকতেই। কার্যত বাংলাদেশ দাঁড়াতেই পারেনি জিম্বাবোয়ের কাছে।
বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৫/৩ হয়ে গিয়েছিল। বেনেট এবং মুজরাবানির বোলিং ধসিয়ে দিয়েছিল টাইগারদের। মুজরাবানি আইট করেন ওপেনার তানজিদ হাসানকে। পরপর দু-ওভারে বেনেট আউট করেন তৌহিদ হৃদয় এবং সৌম্য সরকারকে।
বিপদের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেন মাহমুদুল্লাহ। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-র সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে যান। মাহমুদুল্লাহ-র হাফসেঞ্চুরি এবং শান্ত-র ৩৬ টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের মিডল অর্ডারকে শক্তপোক্ত রাখার ইঙ্গিত দিয়ে গেল। শান্তকে শেষ পর্যন্ত ফেরান মাসকাদজা। রায়ান বার্লের হাত ক্যাচ তুলে বিদায় নেন টাইগার নেতা।
শান্ত ফেরার পর মাহমুদুল্লাহ আরও ৩৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসানের সঙ্গে। ১৭ বলে ২১ করে সাকিব ফেরেন জোনাথন ক্যাম্বেলের দুর্ধর্ষ ক্যাচের শিকার হয়ে। বাংলাদেশ কোনওরকমে ১৫৭/৬ তুলতে সমর্থ হয়।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়েকে দারুণ সূচনা উপহার দেন বেনেট। প্ৰথম ওভারেই মেহেদি হাসানকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে যান তারকা। এরপরে মেহেদির সঙ্গে সাইফুদ্দিনকেও ওড়াতে থাকেন বেনেট। সাকিবের বলে মারুমানি আউট হয়ে যাওয়ার পর জিম্বাবোয়ের ইনিংসের গতি কিছুটা কমে আসে। বেনেট শেষ পর্যন্ত ৪৯ বলে ৭০ করে সাইফুদ্দিনে শিকার হয়ে ফেরেন।
বেনেটের সঙ্গে ৭৪ রানের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে সঙ্গী ছিলেন সিকান্দার রাজা। বেনেট ফেরার পর রাজা নিখুঁত গতিতে রান চেজ সমাপ্ত করেন। ৪৬ বলে ৭২ করে অপরাজিত থেকে যান তিনি।