Advertisment

টেস্টে ভারতকে হারাতে লারার দ্বারস্থ ওয়েস্ট ইন্ডিজ

টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পরে আপাতত টানা একসপ্তাহের বিশ্রাম। ২২-২৬ অগাস্ট প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগা-র ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে।

author-image
IE Bangla Web Desk
New Update
Brian Lara brings back his ‘late cut’

দুরন্ত লেট কাট লারার, মোহিত ফ্য়ানেরা

ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটে পর্যুদস্থ হতে হয়েছে টিম ইন্ডিয়ার কাছে। টেস্ট সিরিজ শুরুর আগেই তাই এবার ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার শরণাপন্ন। অ্যান্টিগাতে প্রথম টেস্ট শুরুর আগেই প্রি-সিরিজ ক্যাম্প বসছে। সেই ক্যাম্পেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পেপ-টক দিতে হাজির থাকবেন লারা এবং রামনরেশ সারওয়ান। ১৩ জনের স্কোয়াডের সঙ্গে নিজেদের অতীতের অভিজ্ঞতা, ক্রিকেটীয় জ্ঞান এবং পরামর্শ উজার করে দেবেন দু-জনে।

Advertisment

টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পরে আপাতত টানা একসপ্তাহের বিশ্রাম। ২২-২৬ অগাস্ট প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগা-র ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকার কিংসটন-এর সাবাইনা পার্কে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।

আরও পড়ুন

কোনও চমক নেই, শাস্ত্রীকেই কোচের পদে পুনর্বহাল, খুশি কোহলি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস লারা ও সারওয়ানের কাছে রীতিমতো কৃতজ্ঞ। দুই প্রাক্তন তারকা বর্তমান ক্রিকেটারদের সাহায্য করতে রাজি হওয়ার পরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে জিমি অ্যাডামস জানিয়েছেন, "দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন, যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগামী দিনের ভবিষ্যৎ। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডকে হারানোর সময়ে সেই ক্রিকেটারদের উন্নতি প্রত্যক্ষ করেছি আমরা। এই সিরিজে আমরা চাই ওরা ক্রিকেটার হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠুক।"

পাশাপাশি তাঁর সংযোজন, "আমরা ব্রায়ান ও রনি (রামনরেশ)কে নিয়ে আসছি ক্যাম্পে। ওরা এই ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। ব্রায়ান ও রনি-র জাতীয় দলের প্রতি প্যাশন এখনও রয়েছে। আমরা জানি, বর্তমান প্রজন্মের সঙ্গে কাজ করে নিজেদের অভিজ্ঞতা মেলে ধরতে পারবে ওঁরা।"

৫০ বছরের লারা ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৩১টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১১৯৫৩ রান করেছেন তিনি। ২০০৪ সালে অ্যান্টিগাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানের ইনিংস খেলেছিলেন। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেরও সর্বোচ্চ রান সংগ্রাহক লারা। ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে কাউন্টি ক্রিকেটে ৫০১ রানে অপরাজিত ছিলেন তিনি।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment