ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে আশঙ্কার কোনো কারণ নেই। তবে অপেশাদার ক্রিকেট নিয়ে বেশ আপত্তি আছে ব্রিটিশ সরকারের। সেই ইঙ্গিত দিয়েই গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়ে দিলেন, ক্রিকেট বল সংক্রমণের বাহক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে বাইরে রেখে তিনি সাফ জানিয়েই দেন, কোনো অবস্থাতেই অপেশাদার ক্রিকেট খেলার প্রশ্নই নেই। এদিকে, ইংল্যান্ডগামী স্কোয়াডের ১১ জন পাক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য আরও জল্পনা বাড়িয়ে দিল।
হাউস অফ কমন্স এ কনজারভেটিভ পার্টির এমপি গ্রেগরি ক্লার্কের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে জনসন জানান, আমোদমূলক ক্রিকেটের জন্য এখনই বিধি নিষেধ তুলে দেওয়ার পক্ষপাতী নয় সরকার। তবে জানানো হয়েছে, তার এই মন্তব্য জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ান সিরিজের জন্য নয়।
জনসন বলেন, "ক্রিকেটের যেতা সমস্যা সেটা সবাই জানে। বল হল ভাইরাস সংক্রমণের একটি স্বাভাবিক বাহক। যে কোনো রেটে তা ভাইরাস ছড়াতে পারে। আমাদের বহু বিজ্ঞানী বন্ধুর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। এই মুহূর্তে করোনা-মুক্ত পরিবেশে কীভাবে খেলা যায়, সেই বিষয়ে ভাবনা চিন্তা চলছে। তবে এর জন্য নির্দেশিকা বদলানো যাবে না।"
জনসন জানান, ধীরে ধীরে নিয়ম শিথিল করা হবে। তবে এখনই আমোদমূলক ক্রিকেটের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। এরপরেই ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেট লিগ আয়োজক কর্তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন।
হাউস অফ কমন্স এ গ্রেগরি ক্লার্ক জিজ্ঞাসা করেছিলেন, গ্রীষ্মের ক্রিকেট তো পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন কি ক্রিকেট খেলা পুনরায় চালু করা হবে! জুলাই মাসের ৮ তারিখ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ফিরছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে। তবে ইসিবি বেশ কিছুদিন ধরেই অপেশাদার লীগ চালু করার জন্য আলোচনা করছে সরকারের সঙ্গে।