অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার কোবে ব্রায়ান্ট মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন। রবিবার লস এঞ্জেলসের বাইরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর ১৩ বছরের মেয়েও। এই দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু ঘটেছে।
ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের কাছে কুয়াশাঘেরা পরিস্থিতিতে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। যদিও কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছেন। হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ব্রায়ান্টের বাড়ি থেকে উত্তর পশ্চিম লস এঞ্জেলসে তাঁর যৌবনের বাস্কেটবল অ্যাকাডেমির দিকে রওনা দিয়েছিল। সেখানে একটি ম্যাচে খেলার কথা ছিল ব্রায়ান্টের মেয়ে জিয়ানার। দুর্ঘটনায় জিয়ানারও মৃত্যু হয়েছে।
৪১ বছরের ব্রায়ান্ট কোর্টে শক্তিশালী খেলার জন্য পরিচিত ছিলেন। তাঁর ডাকনাম হয়ে গিয়েছিল ব্ল্যাক মাম্বা। ২০১৬ সালে তিনি অবসর নেন। ব্রায়ান্ট কোবে কেবল বাস্কেটবল দৈত্যই ছিলেন না। বিশ্বের সেরা অ্যাথলিটদের অন্যতম ছিলেন তিনি। ছোটরা বাস্কেটবল কোর্টে লাফিয়ে ভলি করে এখন বলে ওঠে 'কোবে!'