/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/rcb-wpl-cab.jpg)
RCB-WPL: গোটা বেঙ্গালুরু শহরেই বাঁধভাঙা উচ্ছ্বাস (টুইটার)
WPL final RCB wins title: কোহলিরা বছরের পর বছর যা পারেননি। সেই কাণ্ডই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানা, এলসে পেরিরা। আরসিবি ক্যাম্পে ১৬ বছরের ট্রফি খরা কাটিয়ে দিয়েছেন মহিলা দল। ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন আরসিবি। কোহলি থেকে বিজয় মালিয়া- ফ্র্যাঞ্চাইজির সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই।
তবে শুধু আরসিবির সেলিব্রিটি মহলই নয়, গোটা বেঙ্গালুরু জুড়েই উচ্ছ্বাসের ছররা চলছে। আইপিএলের ১৬ বছরেও যা করে দেখাতে পারেননি ড্যানিয়েল ভেট্টোরি, অনিল কুম্বলে থেকে বিরাট-এবি-ফাফ দু প্লেসিসরা, মহিলাদের লিগের মাত্র দ্বিতীয় সংস্করণেই সেই অসাধ্য সাধন করে ফেলেছেন স্মৃতি মান্ধানা, এলসে পেরিরা। তাই খুশির বাঁধ যেন মানছে না গোটা বেঙ্গালুরু শহর জুড়েই।
আরও পড়ুন: জয় শাহ মাথামোটা, কোহলিকেই বাদ দিতে চাইছেন বিশ্বকাপে! ভয়ানক বোমা এবার তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকার
এর মধ্যেই বেঙ্গালুরুর এক ট্যাক্সি চালকের সেলিব্রেশন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আরসিবির ট্রফি জয়ে এতটাই আনন্দিত তিনি, যে প্রত্যেক আরোহীকে তিনি ফ্রিতে চকোলেট দিচ্ছেন। নবনীত কৃষ্ণ নামের এক যাত্রী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই ট্যাক্সি চালকের কাহিনী সর্বসমক্ষে আনেন। তারপরেই সেই ঘটনা ভাইরাল।
নবনীত নিজের পোস্টে লিখেছেন, "নাম্মা বেঙ্গালুরুতে এক ট্যাক্সিতে উঠেছিলাম। তারপর চালক আমাকে চকোলেট দিলেন। উনি প্রত্যেক যাত্রীকেই চকোলেট উপহার দিচ্ছেন আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায়। এই শহর, এখানকার সমর্থকরা সত্যিজ অসাধারণ।"
Got into the cab this morning in namma Bengaluru and got this chocolate from the cab driver! He’s giving out chocolates to all his customers today! Why?
Because RCB won ❤️
This city, its fans and the love - Unreal! pic.twitter.com/XtD31eT7oV— Navneeth Krishna (@navkrish55) March 18, 2024
ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপ্টেন মেগ ল্যানিং। তবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার দুরন্ত সূচনার পরে একদমই ভেঙে পড়ে দিল্লি ব্যাটিং। ১১৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি। শ্রেয়ঙ্কা পাতিল, সোফি মোলিন্যাক্স, আশা শোভনাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং এলসে পেরির ব্যাটে ভর করে সহজ জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি। এলসে পেরি ৩৫ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে যান। সবমিলিয়ে গোটা টুর্নামেন্ট জুড়ে ৬৯.৪০ গড়ে দুটো হাফসেঞ্চুরি সমেত ৩৪৭ রান করেছেন।