Advertisment

ক্রিকেট খেলতে চায় চিন-ও! বঙ্গ ক্রিকেটের কাছে সরাসরি সাহায্য চাইলেন চিনা কর্তারা

চিনের ক্রিকেটের উন্নতির জন্য এবার সিএবির সাহায্য চাইলেন চিনা কনসাল জেনারেল।

author-image
Subhasish Hazra
New Update
NULL

চিনা ক্রিকেটের উন্নতি সাধনে এবার সিএবির দ্বারস্থ হল চিনা কনসাল জেনারেল। ক্রিকেট এবার প্রকৃত অর্থেই বিশ্বজনীন হয়ে ওঠার পথে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট ক্রেজ বেড়ে চলেছে। ইউরোপের অন্যান্য দেশেও ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। শীঘ্রই অলিম্পিকে টি২০ ক্রিকেট দেখা যেতে পারে।

Advertisment

এমন অবস্থায় ক্রিকেটের ঊর্ধমুখী জনপ্রিয়তার আঁচে গা ভাসাতে চাইছে চিন-ও। বুধবার সিএবি-তে এসে কলকাতায় চিনের কনসাল জেনারেল লা ঝিউয়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া, সহ সভাপতি নরেশ কুমার ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।

সেখানেই চিনের ক্রিকেটের উন্নতিকল্পে সিএবির সাহায্য চাওয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় জানালেন, "ক্রিকেটের উন্নতির বিষয়ে ওঁরা মৌখিক সাহায্য চেয়েছেন। কথাবার্তা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। ওঁরা কী ধরনের সাহায্য চাইছেন, তা প্রস্তাবিত আকারে জমা দিলে বিষয়টি পরিষ্কার হবে।"

তৃণমূল স্তরে কোচিং, নাকি সিএবির তরফে দল পাঠিয়ে চিনের বিভিন্ন ক্রিকেট একাডেমির সঙ্গে ম্যাচ খেলা, কোচেদের আদান প্রদান, পরিকাঠামোগত উন্নয়ন- কেমন ধরনের সাহায্য চাইছেন চিনা কর্তাব্যক্তিরা তা সিএবির কাছে প্রোপোজাল আকারে জমা দিলেই বিষয়টি পরিষ্কার হবে। আপাতত চিনের তরফে প্রস্তাব এলেই সিএবি শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবেন।

Eden Gardens china Cricket Association Of Bengal Cricket News
Advertisment