ফুড কর্পোরেশনকে পাঁচ গোলের মালা পরিয়ে খেতাবের কাছে মোহনবাগান

টানা নবমবার লিগ জয়ের স্বপ্নদেখা ইস্টবেঙ্গলের সামনে কাজটা রীতিমতো কঠিন হয়ে গেল। অন্যদিকে আট বছর পর শহরের সেরা ক্লাব হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল বাগান।

টানা নবমবার লিগ জয়ের স্বপ্নদেখা ইস্টবেঙ্গলের সামনে কাজটা রীতিমতো কঠিন হয়ে গেল। অন্যদিকে আট বছর পর শহরের সেরা ক্লাব হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল বাগান।

author-image
IE Bangla Web Desk
New Update
DIKA

ম্যাচের নায়ক দিপান্ডা ডিকা। ছবি-টুইটার।

মোহনবাগান ৫ (ডিকা ৪৫+১', ৬১' ও ৬৮', মাহাত ৭৩', কিমকিমা ৮৩')

এফসিআই ০

গত রবিবার কলকাতা লিগের ডার্বিতে দু’গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মোহনবাগানকে ২-২ ড্র করতে হয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। যার ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে কোনও ফারাক পড়েনি সবুজ-মেরুনের। এখন লিগ ওপেন। ফলে এফসিআই-এর (ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া) বিরুদ্ধে নামার আগে শঙ্করলাল চক্রবর্তীর মাথায় একইসঙ্গে দু’টো টার্গেট ছিল। বুধবার সেই লক্ষ্যে তিনি পুরোপুরি সফল। মোহনবাগান শুধু তিন পয়েন্টই পেল না। এফসিআই-কে পাঁচ গোলের মালা পরাল। দলের স্টার স্ট্রাইকার দিপান্ডা ডিকার হ্যাটট্রিকে মোহনবাগান এদিন নিজেদের মাঠে ৫-০ হারাল বিকাশ পাঁজির দলকে।

Advertisment

এদিন কোনও বিদেশিকে ছাড়াই মাঠে নেমেছিল বিকাশের শিষ্যরা। সেখানে শঙ্করলাল নামান পূর্ণশক্তির স্কোয়াড। এদিন প্রথমার্ধের সংযোজিত সময় পর্যন্ত গোলের অপেক্ষা করতে হয়েছিল মোহনবাগানকে। ডার্বিতে নিজের ফর্মে না-থাকা ডিকাই এদিন ঝলসালেন। বিরতির ঠিক আগে প্রথম গোল করে দলকে ১-০ এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৬১ ও ৬৮ মিনিটে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বাগানকে ৩-০ গোলে এগিয়ে দেন। ডার্বিতে গোল করে রাতারাতি তারকা হয়ে যাওয়া পিন্টু মাহতও এদিন গোল পেলেন। ঝাড়গ্রামের ছেলেরে গোলেই স্কোরলাইন হয় ৪-০। এরপর এফসিআই-এর কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন কিমকিমা।

আরও পড়ুন: ২০০ কোটির বিনিয়োগে বাগানে আজ বসন্ত, পরের স্টেশন আইএসএল

মোহনবাগান এখন দাঁড়িয়ে ২৩ পয়েন্টে। সেখানে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০। আগামিকাল পিয়ারলেসের সঙ্গে ইস্টবেঙ্গল জিতলে বাগানের সঙ্গে সমান পয়েন্টে চলে আসবে। কিন্তু শঙ্করলালের শিষ্যরা। গোলপার্থক্য ও সর্বমোট গোলের হিসেবে অনেকটাই এগিয়ে। টানা নবমবার লিগ জয়ের স্বপ্নদেখা ইস্টবেঙ্গলের সামনে কাজটা রীতিমতো কঠিন। অন্যদিকে আট বছর পর শহরের সেরা ক্লাব হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল বাগান।

Advertisment

গতবার গোল পার্থক্যই লিগের ভাগ্য লিখে দিয়েছিল৷ এবারও লিগের গতিপ্রকৃতি বলছে এই গোলই হয়তো খেতাবের ফয়সলা করে দেবে। আজকের বাগানের জয় নিঃসন্দেহে তাদেরকে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রাখল। এদিন ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই বাগান পেয়ে গিয়েছিল নয়া স্পনসর। সেই মঞ্চেই ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, এই ম্যাচে বেশি গোলেই জেতা লক্ষ্য তাঁদের। সব মিলিয়ে আজ বাগানে বইছে খুশির হাওয়া।

Mohunbagan