বঙ্গজ ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কলকাতা ফুটবল লিগ। ১৮৯৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এবছর ১২০ বছরে পা দিয়েছে। অতীত ঘাঁটলে দেখা যাবে যে, এখানে বিদেশর প্রচুর টিমই অংশ নিয়েছে একসময়। ডারহ্যাম লাইট ইনফ্যান্ট্রি, ব্ল্যাক ওয়াচ, গর্ডন লাইট ইনফ্যান্ট্রি এফসি, কিংস রেজিমেন্ট, এন স্ট্যাফোর্ডশায়ার রেজিমেন্ট, রয়্যাল আইরিশ রাইফেলস ও স্কটিশ বর্ডারার্সের মতো টিম খেলেছে।
এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল। ৩৯ বার শিরোপা জিতেছে তারা। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ২৯ বার। ২০১০-২০১৭ পর্যন্ত ইস্টবেঙ্গলের থেকে এই খেতাব কেউ কাড়তে পারেনি। এবছর কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ছাড়াও জর্জ টেলিগ্রাফ এসসি, এনবিপি রেনবো এসি, টলিগঞ্জ অগ্রগামী, আরিয়ান ক্লাব, ক্যালকাটা কাস্টমস, এফসিআই (এ.জেড), পিয়ারলেস এসসি, পাঠচক্র, ও পশ্চিমবঙ্গ পুলিশ অংশ নিয়েছে।
এখনও পর্যন্ত এবার এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর বহুপ্রতীক্ষিত ডার্বির স্বাদ নিতে চলেছে বাঙালি। ঘটি-বাঙালের চিরাচরিত প্রতিদ্বন্দ্বীতার সাক্ষী থাকবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী রবিবার হাইভোল্টেজ মহারণ শুরু বিকেল সাড়ে চারটে থেকে। এই ম্যাচের দিকেই এখন চোখ সবার। এই মুহূর্তে ছ ম্যাচ খেলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ১৬ পয়েন্টে। কিন্তু গোল পার্থক্যের বিচারে লিগ তালিকায় শীর্ষে লাল-হলুদ।
বঙ্গজ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) এই টুর্নামেন্ট পরিচালনা করে। ম্যাচের সূচি ও নির্ঘণ্ট দফায় দফায় পাঠায় তারা। এখনও পর্যন্ত তাদের দ্বিতীয় দফায় পাঠানো ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে ২ সেপ্টেম্বর পর্যন্তই।
দেখে নেওয়া যাক কে কবে কার সঙ্গে কোথায় কখন খেলছে:
দ্বিতীয় দফায় পাঠানো ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে