একদিকে করোনা-সঙ্কট ক্রমশ ঘনীভূত হচ্ছে বিশ্বজুড়ে, অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) আশাবাদী বিবৃতিতে জানাচ্ছে, আগামী জুলাইয়ে নির্দিষ্ট সময়েই টোকিওতে অলিম্পিক্স আয়োজন করার ভাবনা নিয়েই তারা আপাতত এগোচ্ছে এবং এখনই কোনও "চরম সিদ্ধান্ত" নেওয়ার প্রয়োজন মনে করছে না। আইওসি-র এই বিবৃতিতে ক্ষোভের আঁচ ক্রমশ ছড়াচ্ছে বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে।
সেই তালিকায় নয়া সংযোজন, ১৯৯২ থেকে ২০০৪, পরপর চারটি অলিম্পিকে রোয়িংয়ে স্বর্ণপদকজয়ী তারকা ম্যাথু পিনসেন্ট। যিনি অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট এবং সর্বময় কর্তা টমাস বাখকে তোপ দেগে বলেছেন, "আপনি চোখকান বন্ধ করে রয়েছেন।"
I’m sorry Mr Bach but this is tone deaf. The instinct to keep safe (not to mention obey govt instructions to lock down) is not compatible with athlete training, travel and focus that a looming Olympics demands of athletes, spectators organisers etc Keep them safe. Call it off. https://t.co/nKnEEiVku1
— Matthew Pinsent (@matthewcpinsent) March 18, 2020
ম্যাথু টুইট করে বলেছেন, "সরি মিস্টার বাখ, আপনি চোখকান বন্ধ করে রয়েছেন, বধিরের মতো আচরণ করছেন। 'লকডাউন' করার সরকারি নির্দেশের কথা নাহয় ছেড়েই দিলাম, অলিম্পিকের জন্য যে প্রস্তুতি, একাধিক জায়গায় যাতায়াত এবং ফোকাসের প্রয়োজন হয় অ্যাথলিটদের, দর্শকদের, এবং সাংবাদিকদের, বর্তমান অবস্থায় নিজেদের নিরাপদ রাখার মানসিকতার সঙ্গে তা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। সবাইকে সুস্থ রাখার কথা ভাবুন। অলিম্পিক্স বন্ধ করে দিন।"
আরও পড়ুন: ‘এই অবস্থায় প্র্যাকটিস? ইয়ার্কি হচ্ছে?’ অলিম্পিক কমিটিকে তোপ ভারতীয় ব্যাডমিন্টন তারকার
মঙ্গলবার তাদের বিবৃতিতে আইওসি বলে, "অলিম্পিকের এখনও চার মাস বাকি। নির্দিষ্ট সময়েই অলিম্পিক হবে, এই ভেবেই আমরা এগোচ্ছি। এখন থেকেই অতিরিক্ত জল্পনার কোনও প্রয়োজন নেই। কোনও চরম সিদ্ধান্তও আমরা এই মূহুর্তে নিচ্ছি না। অলিম্পিকে অংশগ্রহণকারীদের সাধ্যমতো প্রস্তুতি নিতে আমরা উৎসাহ দিচ্ছি।"
গত সপ্তাহে গ্রীসে সময়সূচী মেনেই আয়োজিত হয় অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠান, যখন পশ্চিম ইউরোপে বহাল হতে শুরু করেছে অচলাবস্থা। কিন্তু মশাল জ্বালানোর একদিন পরেই বড় রকম জনসমাগমের আশঙ্কায় মশাল নিয়ে কয়েক শতাব্দীর প্রথা মেনে ‘রিলে রেস’ বাতিল করে দেয় গ্রীস।
টোকিও অলিম্পিক উদ্যোক্তা কমিটি অলিম্পিক্স স্থগিত রাখার সম্ভাবনা পর্যন্ত বিবেচনা করতে অনিচ্ছুক, অন্তত প্রকাশ্যে। জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমোতো বলেছেন, অলিম্পিক্স পিছিয়ে দেওয়া "অসম্ভব"। প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, গ্রুপ অফ সেভেন গোষ্ঠীর সদস্য দেশগুলির কাছ থেকে তিনি অনুমোদন পেয়েছেন "পূর্ণাঙ্গ" অলিম্পিক্সের আয়োজন করার।
এদিকে মঙ্গলবার জাপানের সংবাদ মাধ্যমে প্রকাশ, জাপানের অলিম্পিক কমিটির এক ভাইস-প্রেসিডেন্টের দেহে মিলেছে COVID-19।