Advertisment

Gautam Gambhir head coach: একই সঙ্গে কেকেআর, টিম ইন্ডিয়ার হেড কোচ কি হতে পারবেন গম্ভীর! বোর্ডের আসল নিয়ম ফাঁস অবশেষে

Team India new head coach: জয় শাহ এবং শাহরুখ খান দুজনকেই কি খুশি করতে পারবেন গম্ভীর একইসঙ্গে, জেনে নিন নিয়ম

author-image
IE Bangla Sports Desk
New Update
Shahrukh Khan, Gautam Gambhir, Jay Shah, শাহরুখ খান, গৌতম গম্ভীর, জয় শাহ

Shahrukh Khan-Gautam Gambhir-Jay Shah: শাহরুখ খান আর জয় শাহ, দু'জনেই কোচ হিসেবে গম্ভীরকেই চাইছেন। (ছবি- আইপিএল)

Gautam Gambhir to take charge of Team India head coach: টিম ইন্ডিয়া আর কলকাতা নাইট রাইডার্স- গৌতম গম্ভীর কি একইসঙ্গে দুটো দলের কোচিং করাতে পারবেন? বর্তমানে এই প্রশ্নে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। কারণ, গৌতম গম্ভীর ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হচ্ছেন, এটা একপ্রকার পাকা বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে মেন্টর হিসেবে আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজি পাবে কি না, তা জানতে উৎসুক কেকেআর সমর্থকরা।

Advertisment

আগেই জানা গিয়েছিল, কোচ রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপের পর আর ভারতীয় দলের হেড কোচ থাকছেন না। তারপরই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা- বিসিসিআই। তার ভিত্তিতে বহু আবেদন জমাও পড়েছিল। তার মধ্যে গৌতম গম্ভীরকেই বিসিসিআই সচিব জয় শাহ পছন্দ করেছেন বলে শোনা যাচ্ছে। পছন্দ করার কারণ, গৌতম গম্ভীর মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে কেকেআরকে আইপিএল উপহার দিয়েছেন। এর আগে তিনি অধিনায়ক থাকাকালীন কেকেআর দু'বার আইপিএল জিতেছিল।

২০২৪ সালের মিনি নিলামের আগে গম্ভীর কেকেআরে যোগ দেন। দুবাইয়ের নিলামে গম্ভীরকে পাশে নিয়েই দল বেছে নিয়েছিলেন কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর। আর, তারপরই এসেছে বিরাট সাফল্য। ভারতের পরবর্তী হেড কোচ নিয়ে যখন জল্পনা, তখনই জানা যায় যে গম্ভীরের সঙ্গে একাধিকবার বৈঠকও করে ফেলেছেন জয় শাহ। আর, গম্ভীর নিজেও নানা কথায় প্রকাশ্যে বুঝিয়ে দেন যে ভারতীয় দলের দায়িত্ব নিতে তৈরি।

এই পরিস্থিতিতে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জুনের শেষেই ভারতীয় দলের হেডকোচ পদে যোগ দিতে পারেন গম্ভীর। অবশ্য বিসিসিআই এখনও গম্ভীরকে কোচ হিসেবে ঘোষণা করেনি। আর, গম্ভীর পরিষ্কার করে জানাননি যে তিনিই ভারতীয় দলের কোচ হচ্ছেন কি না! যা কথাবার্তা প্রকাশ্যে এসেছে, সবটাই আকার-ইঙ্গিতে বলা। কিন্তু, প্রশ্ন হল গম্ভীর যদি সত্যি সত্যিই টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন, তাহলে কেকেআরের কী হবে?

এক্ষেত্রে কেকেআর সমর্থকদের যতই দুঃখ লাগুক না কেন, উত্তরটা হল- গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হলে আর কেকেআরকে আইপিএলে কোচিং করাতে পারবেন না। কারণ, বিসিসিআইয়ের নিয়ম হল, কোনও কোচ যদি ভারতীয় দলের দায়িত্ব নেন, তিনি দায়িত্বে থাকাকালীন আইপিএলের কোনও দলের কোচিং করাতে পারবেন না। আগে করানো যেত। কিন্তু, এই নতুন নিয়মটা ২০১৭ থেকে চালু হয়েছে।
এই নিয়ম করার কারণ, যাতে স্বার্থের সংঘাত সৃষ্টি না হয়।

আর, এই নিয়মের জন্যই রাহুল দ্রাবিড় ভারতীয় এ এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানোর জন্য দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস)-এর কোচের দায়িত্ব ছাড়তে বাধ্য হন। শুধু হেড কোচই নন। ভারতের জাতীয় দলের কোচিং টিমের সঙ্গে যুক্ত অন্যরাও নিয়ম মেনে আইপিএলের সঙ্গে সম্পর্ক আপাতত চুকিয়ে দিতে বাধ্য হয়েছেন। ভারতীয় দলের হেড কোচ থাকাকালীন রবি শাস্ত্রী তো আইপিএলের ধারাভাষ্য পর্যন্ত দিতে পারেননি।

আরও পড়ুন- গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও অস্ট্রেলিয়া B2, রানার্স আফগানিস্তান C1! সুপার-৮ নিয়ে চরম অস্বচ্ছতা ICC-র, তুঙ্গে ধোঁয়াশা

গৌতম গম্ভীর ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলের কোচ হিসেবে আইপিএলে কোচিং করানো শুরু করেন। প্রথম বছর কেএল রাহুলের নেতৃত্বাধীন দলে মেন্টর ছিলেন। ২০২৩ আইপিএলেও তিনি একই দায়িত্বে ছিলেন। দু'বারই এলএসজি, এলিমিনেটর পর্যায় পর্যন্ত উঠেছিল। ২০২৪-এ গম্ভীর এলএসজি ছেড়ে ছয় বছর পর কেকেআরে ফিরে আসেন। তবে, ছয় বছর আগে ছিলেন অধিনায়ক। এবছর ফিরে আসেন মেন্টর হিসেবে। তারপর, বাকিটা ইতিহাস!

Gautam Gambhir KKR BCCI IPL Shah Rukh khan Cricket News Indian Cricket Team Indian Team Jay Shah
Advertisment