টি টোয়েন্টি অভিষেকেই রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার ক্রিকেটার রবিন্দরপাল সিং। ভেঙে দিলেন রিকি পণ্টিংয়ের রেকর্ড। টি টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্য়াচেই রবিন্দরপাল সিং ৪৮ বলে ১০১ রান করলেন। হাফডজন বাউন্ডারি ও ১০টা বাউন্ডারি সমেত টি টোয়েন্টিতে প্রথম ম্যাচেই শতরান করার কীর্তি অর্জন করলেন কানাডার ক্রিকেটার। সেই সঙ্গে তিনি ভাঙলেন রিকি পন্টিংয়ের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৯৮ রানের নজির।
১৪ বছর আগে ২০০৫-এ রিকি পন্টিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে খেলতে নেমে অপরাজিত ৯৮ করেছিলেন। এতদিন সেটাই ছিল কোনও ক্রিকেটারের টি টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ রান। রবিন্দরপালের সেঞ্চুরি একই দিনে সেই অর্থে জোড়া রেকর্ড গড়ল। প্রথম, রিকি পন্টিংয়ের অভিষেকে সর্বোচ্চ রানের নজির। দুই, টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ম্যাচেই শতরান।
আরও পড়ুন বাউন্সারের প্রতিযোগিতায় নামলে হবে না, দলের বোলারদের বার্তা ল্যাঙ্গারের
রিকি পন্টিংয়ের আগে টি টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার (৮৯), কানাডার হিরাল প্যাটেল (৮৮), এবং কুয়েতের আদনান ইদ্রিস (৭৯)। রবিন্দরপাল সিং এই রেকর্ড গড়লেন কেম্যান আইল্যান্ডের বিপক্ষে। কেম্যান আইল্যান্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এদিনই অভিষেক ঘটাল। বারমুডার স্যান্ডি প্যারিসে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে এদিন খেলা ছিল কেম্যান আইল্যান্ড বনাম কানাডার। সেই ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি। অন্যদিকে, কানাডাও ২০১৪ সালের পর প্রথম টি টোয়েন্টি খেলল এদিন।
৩০ বছরের রবিন্দরপাল সিংয়ের ব্যাটিংয়ের সৌজন্যে প্রথমে কানাডা ১৯৬ রান তুলেছিল স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১২ রানের বেশি তুলতে পারেনি কেম্যান আইল্যান্ড। ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় কানাডা। প্রসঙ্গত, গ্লোবাল টি টোয়েন্টি লিগে রবিন্দরপাল সিংও খেলেছেন স্বয়ং যুবরাজ সিংয়ের টরেন্টো ন্যাশানালস-এর জার্সিতে। যদিও গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যাট হাতে সেরকম ফর্মে পাওয়া যায়নি রবিন্দরপালকে। ৭ ইনিংসে মাত্র ৫৪ রান করেছিলেন তিনি। এর মধ্যে পরপলর দু ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি।
Read the full article in ENGLISH