Advertisment

ISL জয়ী কোচই ইস্টবেঙ্গলে! লোবেরা কাণ্ডের পরেও প্রতিশ্রুতি রাখল লাল-হলুদ

প্রত্যাশা মতই চ্যাম্পিয়ন কোচ নিয়ে আসছে ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

প্রত্যাশা মতই চ্যাম্পিয়ন কোচকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল। দু-বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল হেড কোচ করল কার্লেস কুয়াদ্রাতকে। নাটকীয়ভাবে সের্জিও লোবেরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েও তা সই পর্যন্ত গড়ায়নি। তারপর কুয়াদ্রাতের সঙ্গে লড়াইয়ে ছিলেন হাবাস-ও। হাবাস ছিলেন দ্বিতীয় অপশন হিসাবে। কুয়াদ্রাতের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। হাবাসকে পছন্দের তালিকায় না থাকলেও ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল কোনওভাবে কুয়াদ্রাতও হাতছাড়া হলে। তবে শেষ পর্যন্ত কুয়াদ্রাতের সঙ্গে সই সাবুদ পর্ব সমাপ্ত হতেই ইস্টবেঙ্গলের তরফে জানিয়ে দেওয়া হয় বেঙ্গালুরুকে আইএসএল জেতানো কোচকেই তারা হেডস্যার করছে।

Advertisment

২০১৬-য় ভারতে কুয়াদ্রাতের কোচিং কেরিয়ার শুরু বেঙ্গালুরু এফসিতে আলবার্তো রোকার সহকারী কোচ হিসেবে। ২০১৬-১৮'য় রোকা-কুয়াদ্রাত জুটিতে ফেডারেশন কাপ এবং সুপার কাপের উদ্বোধনী সংস্করণ জিতে নিয়েছিল বেঙ্গালুরু। এএফসি কাপের ফাইনালে প্ৰথম কোনও ভারতীয় দল হিসেবে পৌঁছনোর কীর্তিও অর্জন করে বেঙ্গালুরু।

২০১৮-য় রোকার বিদায়ের পর কুয়াদ্রাত দলের হাল ধরেন। আলবার্তো রোকার কোচিং দর্শনেই এগিয়ে নিয়ে যান বেঙ্গালুরু এফসিকে। সেই সিজনেই আইএসএল খেতাব জয়ী কোচ হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে উঠে যান কুয়াদ্রাত। আইএসএল ইতিহাসে প্ৰথমবার এবং একমাত্র কোনও দল হিসাবে সেবার-ই কুয়াদ্রাতের বেঙ্গালুরু লিগ তালিকার শীর্ষ থাকা এবং চ্যাম্পিয়ন হওয়ার জোড়া নজির স্থাপন করে।

আরও পড়ুন: দৌড়ে এগিয়ে থেকেও শেষমেশ ব্রাত্য! কুয়াদ্রাত ইস্টবেঙ্গল কোচ হতেই মুখ খুললেন গামবাউ

বার্সেলোনার লা মাসিয়া একাডেমির প্রোডাক্ট কুয়াদ্রাত। বার্সেলোনার হয়ে যুব পর্যায়ে সমস্ত ধরনের বয়স ভিত্তিক দলে খেলেছেন।

কুয়াদ্রাতের নিয়োগের পর ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, "কুয়াদ্রাতকে পেয়ে আমরা আনন্দিত। ভারতীয় ফুটবলে ট্র্যাক রেকর্ড এবং ওঁর অগাধ অভিজ্ঞতা আমাদের শক্তিশালী দল গড়ে নতুন উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে।"

কুয়াদ্রাত বলেছেন, "আগামী দু-বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে দারুণ লাগছে। ইস্টবেঙ্গল ইতিহাস সমৃদ্ধ ক্লাব। ভারতীয় ফুটবলে প্রচুর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। ক্লাবের দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ। ভারতে সঙ্গে প্রচুর স্মরণীয় মুহূর্ত রয়েছে। সেই দেশে ফিরতে পেরে ভাল লাগছে। অগণিত সমর্থকদের জন্য খুশির মুহূর্ত তৈরি করার জন্য নিজের সেরাটা দেব।"

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment