RCB Management responsible for Bengaluru Stampede: বেঙ্গালুরু পদপিষ্ট (Bengaluru Stampede) কাণ্ডে দায়ী এক এবং একমাত্র আরসিবি-ই (RCB)। তারা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে, যার জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামে লাখ লাখ মানুষ জমায়েত হন। তাই প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষের জড়ো হওয়ার জন্য আরসিবিকেই (Royal Challengers Bengaluru) দায়ী করল আদালত।
বেঙ্গালুরুতে ৪ জুন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট (RCB Victory Parade Stampede) হওয়ার ঘটনায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT) এই পর্যবেক্ষণ দিয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) দল আরসিবি প্রথমবার আইপিএল (IPL 2025) জেতার ঠিক একদিন পরই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যাতে ১১ জনের মৃত্যু হয়।
ক্যাট প্রাথমিকভাবে ৪ জুনের এই পদপিষ্টের ঘটনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী করেছে। ৩ জুন আরসিবি প্রথমবার আইপিএল জেতার পর ৪ জুন বেঙ্গালুরুতে বিজয় উৎসবের ঘোষণা করে। এই উপলক্ষে বিধান সৌধ থেকে স্টেডিয়াম পর্যন্ত একটি বিজয় মিছিলের পরিকল্পনা হয়। আরসিবির এই ঘোষণা শোনার পরই এমজি রোড ও কুব্বোন রোড এলাকার আশেপাশে প্রায় আড়াই লাখ সমর্থক ভিড় জমিয়ে ফেলেন।
আরও পড়ুন পদপিষ্ট-কাণ্ডে বেজায় ফাঁসল RCB, কোহলিদের টিমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিশের
আরসিবি ৪ জুন সকালেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিজয় মিছিল ও অনুষ্ঠান সম্পর্কে পোস্ট করে। ক্যাট জানিয়েছে, পুলিশের হাতে এত বড় ভিড় সামলানোর মতো সময় ছিল না। ক্যাট বলেছে, ‘৪ জুন সময়ের অভাবে পুলিশ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি। পুলিশকে পর্যাপ্ত সময়ই দেওয়া হয়নি। আরসিবি হঠাৎ করেই কোনও পূর্ব অনুমতি ছাড়া এই ধরণের বিশাল অনুষ্ঠান ঘোষণা করে। পুলিশকর্মীরাও মানুষ, তারা কোনও ভগবান নয়, জাদুকর নয়, তাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপও নেই যে একবারে হাত ঘষলেই সব ব্যবস্থা হয়ে যাবে।’
আরও পড়ুন এক গুজবেই সব শেষ! কোহলিদের বিজয়োৎসবে বিপর্যয়ের আসল কারণ এল সামনে
প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত আরসিবি ম্যানেজমেন্টের তরফ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে এই ঘটনার প্রেক্ষিতে আরসিবি ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যার জেরে KSCA-র সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ জয়রাম পদত্যাগ করেছেন।