সানডে-তে সাসপেন্স রয়েই গেল। বৃষ্টির কারণে জমা জলে ম্যাচ বাতিল হল। ইস্টবেঙ্গলের ম্যাচ পিছিয়ে গেল।
সমীকরণ কঠিন। কার্যত অসম্ভবই বলা চলে। ম্যাচের আগেই চার গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের পরে খেলার সমীকরণ আরও কঠিন। পিয়ারলেস ২-০ গোলে জিতে যাওয়ায় ইস্টবেঙ্গলকে আগামীকাল সোমবার কাস্টমসের বিরুদ্ধে ৭ গোলের ব্যবধানে জিততেই হবে। স্থগিত হওয়া ম্যাচ কবে হবে তা নিয়ে আবার ম্যাচের পরেই শুরু চাপের খেলা। জানা গিয়েছে, অক্টোবরের ১ অথবা ২ তারিখে কাস্টমস ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল। আর মাঠের পরিস্থিতির কথা বিবেচনা করে ইস্টবেঙ্গল মাঠ নয়, লিগ নির্ণায়ক ম্যাচ খেলা হতে পারে কল্যাণীতে। এমনটাই খবর আইএফএ সূত্রে। যদিও রবিবার সন্ধে পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়।
আরও পড়ুন ইস্টবেঙ্গল না পিয়ারলেস- কলকাতা লিগ কার দখলে, জানুন সমীকরণ
যাইহোক, কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকলেও লাল-হলুদ গ্যালারিতে প্রিয় দলের শেষ খেলা দেখতে হাজির শয়ে শয়ে সমর্থক। প্রিয় দলের ফেস্টুন, ব্যানার, টিফো নিয়ে হাজির। তবে ম্যাচের শুরুতেই বিপত্তি। ক্লাবে কোনও রকমে ঢোকা গেলেও মাঠে ঢোকার মুখেই প্রায় হাঁটু সমান জল। কর্ণার ফ্ল্যাগের কাছে জল জমে রয়েছে অনেকটা অংশ জুড়ে। পাশাপাশি মাঠেও বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে। নিয়ম অনুযায়ী বল মাঠে ভাসা যাবে না। খেলা বন্ধ রাখতে হবে।
আসলে বৃষ্টি এবং বাণের জল জমেই মাঠের অবস্থা শোচনীয়। এমন অবস্থায় প্রথমে রেফারির তরফে বলা হয়েছিল জমা জল নেমে গেলে আধঘণ্টা পরেই খেলা শুরু করা সম্ভব হবে। তবে প্রায় দেড়ঘণ্টা জুড়ে দফায় দফায় মাঠ পরিদর্শন করে খেলা বাতিল ঘোষণা করতে বাধ্য হন রেফারি সহ অন্যান্য আধিকারিকরা। খেলা পুনরায় চালু করা হবে সোমবার।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের উপরে চাপ বাড়িয়ে জয় পিয়ারলেসের, রবিবারেই ‘ফাইনাল’
ঘটনাচক্রে, খেলা একদিন পিছিয়ে যাওয়ায় কার্যত লাভবানই হয়েছে আলেহান্দ্রো মেনেন্ডেজের দল। বাকি দুই দলের খেলা পর্যালোচনা করেই অঙ্ক কষে খেলতে নামতে পারবে মেনেন্ডেজের দল। সাত গোলের ব্যবধান পেরিয়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা সপ্তাহের শুরুতে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারবে কিনা, সেটাই আপাতত দেখার।
ইস্টবেঙ্গল: মাওইয়া, আশির আখতার, মার্তি ক্রেসপি, সামাদ আলি মল্লিক, অভিষেক আম্বেকর, লালরিনডিকা, পিন্টু মাহাতো, এস্পাদা, রোনাল্ডো অলিভেইরা, হুয়ান মেরা, রোহুলপুইয়া
বনাম
কলকাতা কাস্টমস: সঞ্জয়, অমিত, দীপক, এমানুয়েল, সৌভিক, জন, রাজন, রাকেশ, সুমিত, আদজা