Advertisment

ইস্টবেঙ্গলের উপরে চাপ বাড়িয়ে জয় পিয়ারলেসের, রবিবারেই 'ফাইনাল'

ইস্টবেঙ্গলের কাছে কলকাতা লিগ জয়ের সমীকরণ ছিল স্পষ্ট। শুক্রবার রেনবোর বিপক্ষে পিয়ারলেস পয়েন্ট নষ্ট করলে এবং ইস্টবেঙ্গল শেষ ম্যাচে কাস্টমসকে হারালেই কেল্লাফতে। তবে সেই ইস্টবেঙ্গলের সেই আশা পূর্ণ হল না।

author-image
IE Bangla Web Desk
New Update
Barasat Stadium

বারাসাত স্টেডিয়ামে চলছে খেলা (বারাসাত স্টেেডিয়াম ফেসবুক পেজ)

পিয়ারলেস : ১ (দীপেন্দু)

Advertisment

রেনবো : ০

তিন প্রধানের কোনও দল খেলছে না। তা সত্ত্বেও বারাসাত স্টেডিয়াম ভর্তি। মাঠে খেলছে পিয়ারলেস এসসি এবং রেনবো। চলতি কলকাতা লিগ যে কতটা শ্বাসরূদ্ধকর জায়গায় পৌঁছে গিয়েছে, তা বোঝানোর জন্য একটা ছোট চিত্রই যথেষ্ট। পিয়ারলেস বনাম রেনবো এফসি-র ম্যাচেই কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ধরা হয়েছিল।

সেই ম্যাচেই পিয়ারলেস ১-০ গোলে রেনবো-কে হারিয়ে ইস্টবেঙ্গলের উপরে চাপ বজায় রাখল লিগের শেষ দিন পর্যন্ত। ইস্টবেঙ্গলের কাছে কলকাতা লিগ জয়ের সমীকরণ ছিল স্পষ্ট। শুক্রবার রেনবোর বিপক্ষে পিয়ারলেস পয়েন্ট নষ্ট করলে এবং ইস্টবেঙ্গল শেষ ম্যাচে কাস্টমসকে হারালেই কেল্লাফতে। তবে সেই ইস্টবেঙ্গলের সেই আশা পূর্ণ হল না।

আরও পড়ুন দুরন্ত ইস্টবেঙ্গল খেতাবের আরও কাছে, স্বপ্নভঙ্গ মহামেডানের

রেনবোর বিপক্ষে জয় পেল পিয়ারলেস। ১২ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে যান দীপেন্দু। গোটা ম্যাচে এরপরে ক্রোমারা বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। শুক্রবার মাত্র ১ গোলের ব্যবধানে জেতার পরে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস দুই দলই আপাতত ১০ ম্যাচের পরে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় যুগ্মভাবে শীর্ষে। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে পিয়ারলেস। ইস্টবেঙ্গলের পক্ষে গোল ব্যবধান যেখানে +৭, সেখানে পিয়ারলেসের গোল ব্যবধান +১১।

রবিবার একই সময়ে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস যথাক্রমে খেলতে নামবে কাস্টমস এবং জর্জ টেলিগ্রাফের বিপক্ষে। সেখানে ইস্টবেঙ্গলকে বড় ব্যবধানে জিততে হবে। যে দল পয়েন্ট নষ্ট করবে, তারাই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে। রূদ্ধশ্বাস রবিবারেই আপাতত পাখির চোখ কলকাতা ফুটবলের।

পিয়ারলেস একাদশ: অরূপ, অভিনব, মনোতোষ, ভার্নে, ফুলচাঁদ, এডমন্ড, পঙ্কজ, অনিল, দীপেন্দ্যু, জীতেন, ক্রোমা

রেনবো একাদশ: অঙ্কুর, শুভঙ্কর, রিচার্ড, প্রদীপ, ছোট্টু, অভিজিৎ, সৌরভ, সুরজ, কাজিম, সুজয় এবং চিডি

Kolkata Football Calcutta Football League
Advertisment