Advertisment

গোলের নিচে প্রাচীর হলেন কুর্তোয়া! ইতিহাস গড়ে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়ালের

রেকর্ড সংখ্যক ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির তৈরি করল কার্লো আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোল করে যান ভিনিসিয়াস জুনিয়র।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রিয়াল মাদ্রিদ: ১ (ভিনিসিয়াস জুনিয়র)
লিভারপুল: ০

Advertisment

১৪তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে ফেলল রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্টাত দ্যা ফ্রান্সে শনিবার লিভারপুলের বিরুদ্ধে ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে যান ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের প্ৰথমে লিভারপুলের আক্রমণে সমস্যায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই চাপ শুষে নিয়েছিল রিয়াল ডিফেন্স। দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ফেরেন বেনজিমারা। কার্যত যেন ২০১৮-র ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি। প্ৰথমে ইংরেজ দলের চাপ সামাল দিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসা- সেই একই ঘটনা দেখা গেল প্যারিসের ফাইনালেও।

আরও পড়ুন: মেহতাব-নবিদের সুপারিশ ইস্টবেঙ্গলে! কর্তাদের নজরে একাধিক আইলিগ তারকা

বিরতির পর মিডফিল্ড জেনারেল টনি ক্রুস, লুকা মদ্রিচরা মাঝমাঠের দখল নিয়ে নেন। তবে রিয়ালের আসল নায়ক গোলকিপার থিবাউ কুর্তোয়া। নজির গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নয়টা সেভ করলেন। দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন দিনের শেষে।

দ্বিতীয়ার্ধে দুই দলের সমর্থকরা যখন গোলের আশায়, তখনই রিয়ালের হয়ে ডেডলক ভাঙলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ২১ বছরের তারকাকে আটকানোর জন্য লিভারপুল বস ক্লপ রেডসদের গোটা ডিফেন্সকে লেলিয়ে দিয়েছিলেন। তবে ভালভার্ডের ক্রস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াতে অসুবিধা হয়নি তারকার। প্রথমার্ধের শেষদিকে বেনজিমাও গোল করে দিয়েছিলেন। যদিও তা বাতিল হয়।

গত কয়েক মরশুম ধরেই রিয়াল সমর্থকদের আক্রমণের মুখে পড়তে হয়েছে নিজের পূর্ণ প্রতিভার মেলে ধরতে না পারার জন্য। দুর্বল ফিনিশিংয়ের জন্য একাধিকবার সমালোচিত হতে হয়েছে তাঁকে। এবারে ফাইনাল তাঁর শাপমোচন ঘটিয়ে গেল। আপাতত রিয়াল সমর্থকদের নয়নের মনি তিনিই।

তবে জুনিয়রের সঙ্গেই নিজের খেলাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেলেন থিবাউ কুর্তোয়া। রেকর্ড সংখ্যক নয়টা সেভ করলেন। মো সালার হেড থেকে সাদিও মানে বারবার আটকে গেলেন তারকা গোলকিপারের কাছে। প্ৰথম ৭০ মিনিটেই তিনি আটটা সেভ না করলে রিয়াল ট্রফি জিততে পারত কিনা, যথেষ্ট সন্দেহ রয়েছে।

Champions League Liverpool Real Madrid UEFA Champions League UEFA
Advertisment