মেসিকে বিশ্রী অপমান রোনাল্ডোর বোনের! সরগরম ফুটবল মহল

ন্যু ক্যাম্পে বার্সাকে শুধু বিধ্বস্ত করাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতাদের তালিকায় নিজের পারফরম্যান্স আরো উন্নত করলেন পর্তুগিজ মহাতারকা।

ন্যু ক্যাম্পে বার্সাকে শুধু বিধ্বস্ত করাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতাদের তালিকায় নিজের পারফরম্যান্স আরো উন্নত করলেন পর্তুগিজ মহাতারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লিওনেল আন্দ্রেস মেসিকে এবার বিশ্রীভাবে অপমান সইতে হল। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোনের কাছ থেকে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে।

Advertisment

বুধবারই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-র ম্যাচে মেসির বার্সেলোনা একপেশেভাবে হেরেছে রোনাল্ডোর জুভেন্টাসের কাছে। ০-৩ গোলে পরাজয়ের পর আরো একবার বার্সার কোচ বদলের আওয়াজ উঠেছে। মেসি স্কোরশিটে নাম লেখাতে না পারলেও পেনাল্টি থেকে জোড়া গোল করে গিয়েছেন সিআরসেভেন।

আরো পড়ুন: মদের ঘোরে ইন্ডিয়ার গোপন তথ্য পাচার শাস্ত্রীর! ফাঁস করলেন চ্যাপেল

Advertisment

আর এই ম্যাচের পরেই আলোচনায় উঠে এসেছেন রোনাল্ডোর বোন এলমা আভেইরো। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ব্যাপকভাবে ট্রোল করে বসেন দাদার প্রতিদ্বন্দ্বী মেসিকে। তিনি একটি ভাইরাল ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে মেসি হাঁটু গেড়ে বসে রয়েছেন উল্লাসরত রোনাল্ডোর সামনে। ঈশ্বরের সামনে প্রার্থনা করার ভঙ্গিতে দেখা যাচ্ছে এলএমটেনকে। আর রোনাল্ডো সেই ট্রেডমার্ক হাত প্রসারিত করে সেলিব্রেশন করার ভঙ্গিতে। সেই ছবির ক্যাপশনেই এলমা আবার লিখেছেন, "আমার রাজা। সর্বকালের সেরা। আমার জীবনের গর্ব।"

সোশ্যাল মিডিয়ায় এমনিতেই দুই মহারথীর লড়াই নিয়ে বেশ আলোচনা চলছিল। তার মধ্যেই এই পোস্ট নিমেশে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এই ছবি ৪০ হাজার লাইক পেয়েছে।

ন্যু ক্যাম্পে বার্সাকে শুধু বিধ্বস্ত করাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতাদের তালিকায় নিজের পারফরম্যান্স আরো উন্নত করলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন সুপারস্টার ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ১৩৪ গোল করে ফেললেন। গ্রুপ জি-তেও মেসি এন্ড কোংকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছে জুভেন্টাস এই জয়ের মাধ্যমে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo Lionel Messi