Champions Trophy, 2025, Aqib Javed: চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার দায় স্বীকার আকিবের, পদত্যাগের মুখে পাকিস্তান কোচ?

Champions Trophy, 2025, Pakistan Team: পাকিস্তানের অন্যান্য প্রাক্তন তারকাদের মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য দলকে রীতিমতো তুলোধনা করে চলেছেন কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Inzamam-ul-Haq, Aqib Javed, Fakhar Zaman: ইনজামাম-উল-হক, আকিব জাভেদ, ফখর জামান

Inzamam-ul-Haq, Aqib Javed, Fakhar Zaman: আকিব জাভেদ, ফখর জামান, ইনজামাম-উল-হক। (ছবি-স্ক্রিনগ্যাব)

Champions Trophy, 2025, Pakistan Team: বাংলাদেশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তান দল প্রবল চাপের মুখে। সোনালি যুগের পাকিস্তান দলের প্রাক্তনদের সমালোচনায় গোটা পাক দল। এই প্রবল চাপের মুখে দলের ব্যর্থতার দায়ভার স্বীকার করেছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ। তবে, তিনি এই ব্যর্থতার জন্য দলের খেলোয়াড়দেরকেই দুষেছেন। পাশাপাশি, অবশ্য খেলোয়াড়দের বাদ দেওয়া বা তাঁদের অবসর নিতে বাধ্য করার রাস্তায় যে তিনি হাঁটতে রাজি নন, সেটাও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের হেড কোচ।

Advertisment

পাকিস্তানের অন্যান্য প্রাক্তন তারকাদের মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য দলকে রীতিমতো তুলোধনা করে চলেছেন কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক। তাঁর মতে, 'কোনও খেলোয়াড় যতই অভিজ্ঞ হোক না কেন, ভালো পারফরম্যান্স না করতে পারলে তাঁকে বসিয়ে দেওয়াই উচিত। না-হলে দলের কাছে কড়া বার্তা পৌঁছবে না। আর, এমন খারাপ পারফরম্যান্স চলতেই থাকবে।'

এই পরিস্থিতিতে দলের ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়েছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ। কয়েক মাস আগেও আকিবের কোচিংয়ে পাকিস্তান দল ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি পুরো উলটে গেছে। ১৯৯৬ সালের পর পাকিস্তানে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি) গোটা পাকিস্তান জুড়ে তৈরি হওয়া উদ্দীপনা দলের বিদায়ের সঙ্গেই নিমেষে হতাশায় পরিণত হয়েছে।

Advertisment

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি: সম্মানরক্ষার লড়াই, আজ রাওয়ালপিন্ডির আবহাওয়া কেমন, পিচের পরিস্থিতি আদৌ খেলার যোগ্য?

এই প্রসঙ্গে আকিব জাভেদ বলেছেন, 'কোনও অজুহাতের সুযোগ নেই। এটা আমারই দায়িত্ব ছিল। আমরা জিততে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি চাকরির খোঁজে আসিনি। আমাদের মূল ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেননি। আমাদের সার্বিকভাবে উন্নতি করতে হবে। প্রতিটি বিভাগে ধারাবাহিকতা আনার দরকার। আমাদের দীর্ঘমেয়াদি নীতি যাতে চালু থাকে, তাতে জোর দিতে হবে।'

এই পরিস্থিতিতে তাঁর অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের অন্যতম ক্রিকেটার ফখর জামান। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ক্রিকেট থেকে তাঁর অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদও অবসর নিতে বাধ্য করা বা জাতীয় দল থেকে খেলোয়াড়দের বাদ দেওয়ার প্রসঙ্গে ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে আকিব বলেছেন, 'এটা বলা যাবে না যে তাঁরা দলে থাকার যোগ্য না। শাহিন, নাসিম ও হারিস বিশ্বমানের পেসবোলার। ওঁরা অত্যন্ত প্রতিভাবান। বাবরকে নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে আমাদের বিকল্প কী? সবাই পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা পেয়েছে। দুঃখজনক হল, ওঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি।'

cricket ICC Champions Trophy Bangladesh Cricket Team Pakistan Cricket Team