India vs New Zealand, Final Champions Trophy 2025 Dubai Sports City Stadium Pitch Report, Dubai Weather Forecast Update: রবিবার ৯ মার্চ, ২০২৫ তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় দুপুর ২:৩০টা নাগাদ শুরু হবে।
পিচ রিপোর্ট:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ধীরগতির এবং তা স্পিনারদের সহায়ক। এখানে প্রথমে ব্যাট করা সবসময় সুবিধাজনক। কারণ, রান তাড়া করা চ্যালেঞ্জিং হতে পারে। স্টেডিয়ামের পিচ কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি জানিয়েছেন, তাঁরা এমন একটি উইকেট বানিয়েছেন যা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলার সুযোগ দেবে। এখানে চার-ছক্কার সংখ্যা বেশি থাকবে। তাতে দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন বলেই জানিয়েছেন কিউরেটর।
ম্যাচের কৌশল:
-
ব্যাটসম্যানদের জন্য: পিচ ধীরগতির হওয়ায়, ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে এবং শট বাছাইয়ের সময় তাঁদের বেশ সতর্ক থাকতে হবে।
-
বোলারদের জন্য: স্পিনাররা উইকেট থেকে বাড়তি সাহায্য পেতে পারেন, ফলে তাঁদের বেশ সুবিধাই হবে।
আবহাওয়া পূর্বাভাস: দুবাইয়ের আবহাওয়া সাধারণত শুকনো এবং গরম। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কম থাকে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন রবিবার (৯ মার্চ) দুবাইয়ে আবহাওয়া থাকবে শুকনো এবং রৌদ্রোজ্জ্বল। তাপমাত্রা থাকবে প্রায় ৩২-৩৫° সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। আর, বৃষ্টি যদিও বা হয়, সেটা হবে খুবই সামান্য।
শিশির থাকায় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা, যে কোনও দলের সামনে চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ, শিশিরের জন্য বল স্লিপারি হয়ে উঠতে পারে। যা বোলারদের সামনে সমস্যা তৈরি করবে। সেই হিসেবে আবহাওয়া এবং পিচের পরিস্থিতি বিবেচনায় বলা যেতে পারে, ম্যাচটি প্রতিযোগিতামূলক হওয়ার সম্ভাবনা আছে। স্পিনাররা এই ম্যাচ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল: ভারত-নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ!
পিচের গড় স্কোর
সাম্প্রতিক ম্যাচগুলোতেও দেখা গেছে যে এই পিচে স্পিনাররাই বেশি সফল হয়েছেন। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ৫ উইকেট নিয়েছেন। যা বুঝিয়ে দিয়েছে, স্পিনারদের জন্য এই পিচ ঠিক কতটা সহায়ক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের এই পিচে প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ১৫১ রান। আর, দ্বিতীয় ইনিংসে গড় স্কোর প্রায় ১৩৮ রান। ফলে, যাঁরা প্রথমে ব্যাট করবেন, তাঁদেরই জেতার সম্ভাবনা বেশি।