Advertisment

Champions Trophy 2025: পাকিস্তানের কাছ থেকে কাড়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের রাজনীতিতে এই দেশে হবে মেগা টুর্নামেন্ট

Champions Trophy 2025 Hosting: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বিপাকে পড়ে গিয়েছে পাকিস্তান। পিসিবিকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার জন্য চাপ দিল আইসিসি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah as ICC chairman: আইসিসিতে পাক ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি জয় শাহ (টুইটার)

PCB Champions Trophy hosting: পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ফাঁপরে পড়ে গেল (টুইটার)

Champions Trophy 2025: বিসিসিআইয়ের তরফে সোজাসুজি বলে দেওয়া হয়েছে, কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভ্রমন করা সম্ভব নয়। বরং হাইব্রিড মডেলে যদি টুর্নামেন্টের আয়োজন করা হয় তাহলে অংশগ্রহণ করতে পারে টিম ইন্ডিয়া। ভারতের হাইব্রিড মডেলের প্রেক্ষিতে পাকিস্তানের বক্তব্য কী, তা সরাসরি এবার পিসিবির কাছে জানতে চাইল আইসিসি।

Advertisment

পিসিবির তরফে রবিবারই কনফার্ম করা হয়েছে, আইসিসির তরফে চিঠি পাওয়ার বিষয়টি। কোনওভাবে ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান রাজি না হলে, আইসিসি পুরো টুর্নামেন্ট আয়োজন করতে পারে দক্ষিণ আফ্রিকায়।

আইসিসি বরং পাকিস্তানকে হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে চাপ দিচ্ছে। বলা হয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজিত হলেও আয়োজক দেশের স্বত্ব থাকবে পাকিস্তানের কাছেই। সেই সঙ্গে আইসিসির তরফে পুরো হোস্টিং মানি-ও পাবে পিসিবি। তবে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে কোনওভাবেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

সংবাদসংস্থা পিটিআইকে এই সূত্র জানিয়েছে, "পিসিবি বেঁকে না বসলে ভারতের সমস্ত ম্যাচ আমিরশাহিতে এবং ফাইনাল দুবাইয়ে হচ্ছে। ভারত জানিয়েছে, হাইব্রিড মডেল তখনই ভারত মেনে নেবে যদি ফাইনাল ম্যাচ পাকিস্তানের বদলে আয়োজিত হয় দুবাইয়ে।"

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না, এই বিষয়ে বিসিসিআই আইসিসিকে কনফার্ম করার পরে পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এরপরেই ভারতের চিঠির প্রাপ্তিস্বীকার করে আইসিসি পালরা ইমেলে পাকিস্তানের কাছে জানতে চেয়েছে ভারতের দাবি মেনে পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি কিনা!

আইসিসির তরফে পিসিবিকে আশ্বস্ত করে বলা হয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজিত হলে বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে ফেলা হবে এবং হোস্টিং ফি বাবদ পুরো অর্থ পাবে পিসিবি। তবে কোনও কারণে ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলে পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করে, তাহলে আইসিসি টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাবে দক্ষিণ আফ্রিকায়।

কারণ ভারতকে বাদ দিয়ে কোনওভাবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সায় দেবে না। পিসিবির তরফে যদিও বলা হচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে কোনও আলোচনা করা হয়নি। আইসিসির তরফে তাঁরা আরও স্বচ্ছতা আশা করছে।

pakistan BCCI Champions Trophy Pakistan Cricket Pakistan Cricket Team
Advertisment