Champions Trophy: Champions Trophy: আইসিসি ইভেন্ট, কিন্তু, সেই জৌলুস নেই। এককথায় বেশ ম্যাড়মেড়ে ভাবেই শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। লাহোর ফোর্টের, 'দেওয়ান-ই-খাস'-এ আয়োজিত এই অনুষ্ঠানে রবিবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান অধিনায়কদের কেউই ছিলেন না। ফলে, রীতি মেনে অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠানটাই হল না।
অবশ্য বেশ কয়েকজন সংগীতশিল্পী অনুষ্ঠানে ছিলেন। আতিফ ইসলামের মত সংগীতশিল্পীরা অনুষ্ঠানে সংগীতও পরিবেশন করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান তথা সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অনুষ্ঠানে ভাষণও দেন। তিনি বলেন, 'পাকিস্তানে ২৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরল। এটা শুধু ক্রিকেটের টুর্নামেন্ট নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের আতিথেয়তা এবং ক্রিকেটের প্রতি পাকিস্তানের আবেগেরও প্রতীক। এই ট্রফি শুধু পাকিস্তানের ঐতিহ্যশালী সংস্কৃতির পরিচয়কেই তুলে ধরবে না। বরং, ক্রিকেটে পাকিস্তানের ঐতিহ্যের প্রতীকও হয়ে থাকবে। এটাই স্টেডিয়াম ভরানোর সেরা সময়।'
বুধবার ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। প্রথম ম্যাচে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দুটো গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। পাকিস্তানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত এবং বাংলাদেশ। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
তবে, রবিবার এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আকর্ষণ, অর্থাৎ অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের ফটোসেশনটাই ছিল অনুপস্থিত। কারণ, রবিবার পর্যন্ত পাকিস্তানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দল পৌঁছয়নি। ভারত আগেই জানিয়ে দিয়েছিল, নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবে না। ফলে, ভারত অধিনায়ক রোহিত শর্মা এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়নি।
আরও পড়ুন- বুমরার আসার আগে ভারতকে টেনেছেন শামি, বড় প্রশংসা বালাজির গলায়
তবে, তার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জল্পনা এবং আশার শেষ নেই। যেমন ভারতীয় তারকা বিরাট কোহলির ভক্তদের আশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারেন বিরাট কোহলি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩টি ম্যাচ খেলে ৫২৯ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান রয়েছে অপরাজিত ৯৬। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট রয়েছেন ১১তম স্থানে। তাঁর এখন বিশ্বরেকর্ড করতে হলে সামনের ১০ জনকে টপকাতে হবে। তিনি ২৬৩ রান করতে পারলেই ভেঙে দিতে পারবেন ক্রিস গেলের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার গেল ১৭ ম্যাচ খেলে ৭৯১ রান করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ২২ ম্যাচে করেছেন ৭৪২ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান ১০ ম্যাচে করেছেন ৭০১ রান। চতুর্থ স্থানে থাকা কুমার সাঙ্গাকারা ২২ ম্যাচে করেছেন ৬৮৩ রান। পঞ্চম স্থানে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩ ম্যাচে করেছেন ৬৬৫ রান। এঁদের সবাইকে টপকাতে হবে কোহলিকে।