Shoaib Akhtar on India's travel to Pakistan for Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এবং পিসিবির স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছেছে। পাকিস্তানে খেলতে সরাসরি অস্বীকার করে বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে তাঁদের ম্যাচ যেন নিউট্রাল ভেন্যুতে আয়োজন করা হয়। বিসিসিআইয়ের হাইব্রিড মডেল আবার খারিজ করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।
তবে ভারত পাক এই টানাপোড়েনের মধ্যেই শোয়েব আখতার সরাসরি বলে দিলেন, বিসিসিআইয়ের আসলে কিছু করার নেই। সবই নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার। বিসিসিআইয়ের আসলে নিজস্ব মতামতের কোনও গুরুত্বই নেই। পুরোটাই ভারতের শাসক দলের ইচ্ছার ওপর নির্ভর করছে।
এক টিভি চ্যানেলে পাক স্পিডস্টার বলে দিয়েছেন, "এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করছে। বিসিসিআইয়ের কিছু করার ইচ্ছা নেই। বিজেপি সরকারই সবকিছু ঠিক করবে। তবে পিছনের চ্যানেল দিয়ে আলোচনা জারি রয়েছে। আমাদের আশা হারানো উচিত নয়। আমাদের সমাধান খোঁজার পথে হাঁটতে হবে। এটাও আমরা জানি আইসিসির ৯৫-৯৮ শতাংশ স্পন্সরও আসে ভারত থেকে।"
I dont think we are ready for #CT25 . Says Shoaib Akhtar #shoaibakhter #ptvsportsofficial#PCB pic.twitter.com/x69ktmckDJ
— iffi Raza (@Rizzvi73) November 18, 2024
ভারত শেষমেষ পাকিস্তানে যেতে রাজি না হলে ভুগবে পাকিস্তান-ই। এমনটাও স্বীকার করে নিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেই অনুষ্ঠানেই খুল্লামখুল্লা তিনি বলেছেন, "পাকিস্তান যদি এদেশে আসার জন্য ভারতকে বোঝাতে ব্যর্থ হয়, পাকিস্তান ১০০ মিলিয়ন স্পন্সর চুক্তি হারাবে। যেটা আইসিসি এবং আয়োজক দেশের প্রাপ্য। ভারত পাকিস্তানে এলে ভালোই হবে। তবে এটা পুরোপুরি ওঁদের সরকারের ব্যাপার। বিসিসিআইয়ের কিছু করার নেই।"
"বিরাট কোহলি পাকিস্তানে খেলার চেষ্টা করছে। গোটা দেশ পাকিস্তানে বিরাটকে দেখতে চায়। জাস্ট ভেবে দেখো, ও পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে শতরান করছে। এটা দারুণ ব্যাপার হবে। কোহলির জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হবে।"
২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার পর থেকেই, ভারতীয় ক্রিকেট দল আর পাকিস্তান সফর করেনি। দুটি দল শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।