বিশ্বকাপ ফিভারে বুঁদ গোটা পৃথিবী। বাদ যায়নি ভারতও। মেসি-রোনাল্ডোদের নিয়ে যখন ফুটবলপাগল দেশ মাতামাতি করছে, ঠিক তখনই নেদারল্যান্ডসে দাপট দেখাচ্ছে ভারতীয় হকি দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রীজেশ-সর্দাররা।হরেন্দ্র সিংয়ের শিষ্যদের বিজয়রথ অব্যাহত। প্রথম ম্যাচে পাকিস্তানের উপর রোড রোলার (৪-১) চালানোর পর দ্বিতীয় ম্যাচেও তাঁরা মেসির দেশ আর্জেন্তিনাকে হারিয়ে দিল ২-১ গোলে।
FT| The Indian Men's Hockey Team claim a confident second win at the Rabobank Men's Hockey Champions Trophy Breda 2018 against Argentina on 24th June, as @mandeepsingh995 and @13harmanpreet score one each to keep India on top of the standings.#IndiaKaGame #HCT2018 #INDvARG pic.twitter.com/G85RYVQQFh
— Hockey India (@TheHockeyIndia) June 24, 2018
হকিতে ভারতের বিশ্ব র্যাঙ্কিং ছয়। আর্জেন্তিনার দুই। খেলার মাঠে র্যাঙ্কিংয়ের উল্টো প্রতিফলনই দেখা গিয়েছে গত রবিবার। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দেশকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। এরপর ২৮ মিনিটে দলের ব্যবধান বাড়ান মনদীপ সিং। গন্সালো পিয়েতের গোলে পেনাল্টিতে গোল করে আর্জেন্তিনা ব্যবধান কমায় ঠিকই। কিন্তু ভারতের জয় রুখতে পারেনি তারা।
আরও পড়ুন: Champions Trophy Hockey 2018: দলে ফিরলেন সর্দার সিং ও বীরেন্দ্র লকরা
আর্জেন্তিনার বিরুদ্ধে এক অনন্য নজির গড়লেন সর্দার সিং। দেশের জার্সিতে ৩০০ তম ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করলেন দেশের প্রাক্তন অধিনায়ক।তিনি দলে ফেরার পর মাঝমাঠের চেহারাটাই বদলে গিয়েছে।এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা পারফরম্যান্স ২০১৬-তে। সেবার টিম ইন্ডিয়া রানার্স হয়েছিল। শ্রীজেশের সৌজন্যে রুপো জিতেছিল ভারত। এবছরই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ সংস্করণ। ভারত নিজেদের ছাপ রাখতে মরিয়া।
300 Caps???? for @TheHockeyIndia’s @imsardarsingh8 ????
What a game & what a win for India over @Olympics champions @ArgFieldHockey #HCT2018 pic.twitter.com/gRXJlECq1r— FIH (@FIH_Hockey) June 24, 2018
কমনওয়েলথ গেমসের পর থেকে ভারতের দায়িত্ব নেওয়া হরেন্দ্র দলটাকে পাল্টে ফেলেছেন। টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেছিলেন যে, কমনওয়েলথ গেমস এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের উপর ভিত্তি করেই আসন্ন এশিয়ান গেমসের দল নির্বাচন করা হবে। পাশাপাশি কোচ এও জানিয়েছিলেন, ভারতের চেয়ে ক্রমতালিকায় উপরের দিকে থাকা অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও আর্জেন্তিনার মতো টিমের সঙ্গেই এই ট্রফিতে খেলে নিজেদের পরখ করে নিতে পারবেন তাঁরা।