Advertisment

কলকাতা লিগ ও ডুরান্ডের সূচি বদল! জানুন ইস্ট-মোহনের খেলার দিনক্ষণ

শুক্রবার ২৬ তারিখে কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ ভেস্তে গিয়েছে। অন্যদিকে, ২ তারিখে শুরু হচ্ছে ডুরান্ড। মোহনবাগান বনাম মহামেডানের মিনি ডার্বি দিয়েই ডুরান্ডের উদ্বোধন।

author-image
IE Bangla Web Desk
New Update
east bengal mohun bagan

গত মরশুমের ডার্বির একটি দৃশ্য (সংগৃহীত)

কলকাতা লিগ ও ডুরান্ডের সূচি বদল নিয়ে টালবাহানা অব্যাহত। জোড়া টুর্নামেন্ট শুরুর আগেই উঠে গিয়েছে একরাশ অস্বস্তিকর প্রশ্ন। বৃহস্পতিবার সন্ধ্যাতেই জানা গিয়েছিল নিরাপত্তার জন্য আগস্ট মাসের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ময়দান ও কলকাতা ময়দানে কোনও ম্যাচের আয়োজন করা যাবে না। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, আরও বেশ কিছু ম্যাচের সূচি অদল বদলের পথে।

Advertisment

শুক্রবার ২৬ তারিখে কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ ভেস্তে গিয়েছে। অন্যদিকে, ২ তারিখে শুরু হচ্ছে ডুরান্ড। মোহনবাগান বনাম মহামেডানের মিনি ডার্বি দিয়েই ডুরান্ডের উদ্বোধন। তবে প্রাথমিকভাবে যুবভারতীতে সেই ম্যাচের সময় ৩টের রাখা হলেও, পরে সময় পিছিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যে ৬টায়। পরের দিনই ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামছে আর্মি রেড দলের বিপক্ষে। ঘরের মাঠেই সেই ম্যাচ ৩টার সময়।

আরও পড়ুন কাঁধে ইঞ্জেকশন নিয়ে ইস্টবেঙ্গলকে ‘ঐতিহাসিক উপহার’! শতবর্ষে ক্লাবই ভুলল সেই নায়ককে

৩ তারিখের পরে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ৬ তারিখে। ইস্টবেঙ্গল মাঠেই আলেয়ান্দ্রো মেনেন্ডেজের দল খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ অপরিবর্তিত থাকলেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের সূচি বদলানো হয়েছে। ১৩-র পরিবর্তে ১৪ আগস্ট বেঙ্গালুরু এফসি-র রিজার্ভ দলের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড।

ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানের খেলারও সূচিও বদলেছে। ৮ তারিখে মোহনবাগান বনাম এটিকে ম্যাচ ১৩ তারিখ দুপুর ৩টার সময় হবে। ১০ তারিখের মোহনবাগান বনাম ইন্ডিয়ান নেভি ম্যাচ-ও পিছিয়ে গিয়েছে। ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে ৬ টা ৩০ মিনিট নাগাদ আরম্ভ হবে।

fixture কলকাতা লিগের সূচি

ইস্ট-মোহনের পাশাপাশি, মহামেডানের জোড়া ম্যাচের সূচিও বদলেছে।

ডুরান্ডের সঙ্গে একই সময়ে চলবে কলকাতা লিগ। কলকাতা লিগের নতুন সূচি অনুযায়ী, ৫ তারিখে মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামবে। দুপুর ৩টার সময়ে নিজেদের মাঠে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পিয়ারলেস এফসি। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৯ তারিখে। নিজেদের মাঠে লাল-হলুদ ফুটবলাররা খেলবেন জর্জ টেলিগ্রাফের বিপক্ষে। ২২ তারিখ পর্যন্ত সূচি জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ২টো করে ম্যাচ খেলবে।

East Bengal Mohun Bagan Kolkata Football
Advertisment