/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/Debjit-Ghosh-and-IM-Vijayan.jpg)
Charity football match for Kerala flood victims in Kolkata: কেরলের জন্য কল্যাণীতে বিজয়ন, দেবজিৎ চাইছেন মানুষের সমর্থন
Charity football match: চলতি বছর অগাস্ট দেখেছে প্রকৃতির ভয়ানক ধ্বংসলীলা। এ যুগের সবচেয়ে ভয়াবহ বন্যায় কেরালায় প্রাণ হারিয়েছেন ৩৭০ জন মানুষ। প্রায় ৯ লক্ষ মানুষকে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের দিকে। এবার কেরালার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন ফুটবলাররা।
বন্যার শিকার দেশের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়নও। বন্যায় প্লাবিত হয়ে যায় তাঁর বাড়ি। তাঁকে আশ্রয় নিতে হয়েছিল স্ত্রী-র বাড়িতে। আগামী শনিবার কল্যাণী স্টেডিয়ামে মাঠে নামছেন তিনি। চ্যারিটি ফুটবল ম্যাচে বিজয়ন অংশ নেবেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। বিজয়নের রেড স্টার খেলবে দেবজিৎ ঘোষের ব্লু স্টারের বিরুদ্ধে।
আরও পড়ুন: Asian Games 2018: বন্যায় স্বজন হারিয়েও এশিয়াডে লড়ছেন সজন
ব্লু স্টারের ক্যাপ্টেন দেবজিৎ বললেন, “দেখুন, কিছু মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটা ভেবেই ভাল লাগছে। কেরলের প্রচুর ফুটবলারের সঙ্গে খেলেছি। তাঁদের পরিবারের সাহায্যে এগিয়ে এসেছি আমরা। বিজয়ন, আনচেরি, সুরেশরা এক ডাকে এই ম্যাচ খেলতে রাজি হয়েছে। আমরা চাইছি মাঠে দর্শক আসুন। এই মহৎ উদ্যেগে তাঁরাও সামিল হোন। আমি চাই শনিবার কল্যাণীর স্টেডিয়ামে যেন একটা সিটও ফাঁকা থাকে না।” দেবজিৎ আরও বললেন, চিফ মিনিস্টারের রিলিফ ফান্ডে সাধারণ মানুষও অর্থ দিন। মাঠে এসেও তাঁরা এই চ্যারিটি ম্যাচে সাহায্য করতে পারবেন বলেই মত প্রাক্তন জাতীয় দলের ফুটবলারের। অতীতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের রক্ষণও সামলেছেন দেবজিৎ। রেড স্টারের দীপঙ্কর রায় বললেন, “ভাল কাজের জন্য খেলছি। এটা একটা দুর্দান্ত উদ্যেগ। আইএম বিজয়নের সঙ্গে ক্লাবের আর দেশের জার্সিতে খেলেছি। আবার খেলব। দারুণ অনুভূতি।”
রেড স্টার: আইএম বিজয়ন (ক্যাপ্টেন), সন্দীপ নন্দী, দীনেশ নায়ার, এম সুরেশ, জো পল আনচেরি, অনিত ঘোষ, অ্যালভিটো ডি’কুনহা, ষষ্ঠী দুলে, রহিম নবি, ডেনসন দেবদাস, রমন বিজয়ন, দীপঙ্কর রায়, গৌতম ঘোষ, তুষার রক্ষিত, অলোক দাস, চেতন টোডি, হেমন্ত ডোরা।
কোচ: অমিত ভদ্র
ব্লু স্টার: দেবজিৎ ঘোষ (ক্যাপ্টেন), সংগ্রাম মুখোপাধ্যায়, অভিজিৎ মণ্ডল, দীপক মণ্ডল, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, সৌমিক দে, বাসুদেব মণ্ডল, দীপেন্দু বিশ্বাস, হুসেন মুস্তাফি, অসীম বিশ্বাস, লালকমল ভৌমিক, সতীশ ভারতী, চন্দন দাস, অমিত দাস, সঞ্জয় মাঝি, সৌমিত্র চক্রবর্তী, সত্যব্রত ভৌমিক, সুরজিৎ বোস।
কোচ: অলোক মুখোপাধ্যায়
এই ম্যাচের জার্সি ডিজাইন করেছেন অগ্নিমিত্রা পাল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us