Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ

Chennai and Madurai will host the FIH Junior Men’s Hockey World Cup 2024 from November 28 to December 10. This is the third consecutive time India is hosting the event: ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ। এটি পরপর তৃতীয়বারের মত ভারতে আয়োজিত হচ্ছে।

Chennai and Madurai will host the FIH Junior Men’s Hockey World Cup 2024 from November 28 to December 10. This is the third consecutive time India is hosting the event: ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ। এটি পরপর তৃতীয়বারের মত ভারতে আয়োজিত হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hockey Championship: চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে হকি ইন্ডিয়ার কর্মকর্তারা।

Hockey Championship: চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে হকি ইন্ডিয়ার কর্তারা। (ছবি: হকি ইন্ডিয়া)

Chennai and Madurai to Host FIH Junior Men’s Hockey World Cup Matches: ভারত তৃতীয়বারের মতো এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাই শহরে আয়োজিত হবে। হকি ইন্ডিয়ার তরফে এমনটাই জানানো হয়েছে।

Advertisment

প্রথমবার ২৪টি দল অংশ নেবে

এই বছর প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে ২৪টি দল অংশগ্রহণ করবে। এর আগে ২০২১ সালে ওডিশার ভুবনেশ্বর এবং ২০১৬ সালে উত্তরপ্রদেশের লখনউতে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।

হকি ইন্ডিয়ার গর্ব ও স্বীকৃতি

Advertisment

হকি ইন্ডিয়ার সভাপতি ও প্রাক্তন ভারতীয় খেলোয়াড় দিলীপ তিরকে বলেছেন, 'এই প্রতিযোগিতা আয়োজন করতে পারা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ও ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্টালিনকে ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা আমাদের এই উদ্যোগে সমর্থন দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন।'

দিলীপ তিরকে আরও বলেন, '২৪টি দল অংশগ্রহণ করায় এবার দুই শহরে খেলা আয়োজন করা হবে— চেন্নাই এবং মাদুরাই। ২০২৩ সালে চেন্নাই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল, কিন্তু মাদুরাইয়ের জন্য এটিই প্রথম আন্তর্জাতিক হকি ইভেন্ট।'

তামিলনাড়ুর হকির ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াস

হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ এবং হকি তামিলনাড়ুর সভাপতি সেকার মনোহরন বলেন, 'আমাদের লক্ষ্য তামিলনাড়ুর হকির গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনা। চেন্নাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক হকির জনপ্রিয় কেন্দ্র ছিল এবং আমরা বিশ্বব্যাপী হকি অনুরাগীদের আমাদের রাজ্যে স্বাগত জানাতে প্রস্তুত।'

পুরুষদের পাশাপাশি, মহিলা হকিরও অগ্রগতি ঘটানোর চেষ্টা চলছে। এই ব্যাপারে দেশের বিভিন্ন এগিয়ে থাকা রাজ্যগুলো আরও বেশি উদ্যম নিয়ে এগিয়ে এসেছে। যাতে মহিলা হকির অনেক বেশি অগ্রগতির আশা দেখছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ বিনা পয়সায় দেখবেন কীভাবে?

একসময় হকিতে ভারত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। মধ্যে দেশে হকির মানের অবনতি ঘটলেও ফের এদেশের হকিকে তুলে ধরতে উদ্যোগ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় হকি খেলার জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ওড়িশা এই ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যগুলোকে রীতিমতো টেক্কা দিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গেও হকি তার উজ্জ্বল গৌরব ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে ক্রীড়া সংস্থাগুলোর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। 

Sports News sports Chennai World Cup Hockey