/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/CSK-FAN.jpg)
Whistlepodu Express চেপেই পুণে গেল চেন্নাইয়ের ফ্যানেরা
বৃহস্পতিবারের চেন্নাই রেলওয়ে সেন্ট্রাল স্টেশনকে চেনাই যাচ্ছিল না। চেহারাটাই বদলে গিয়েছিল তার! কেউ যেন হলুদ রঙে রাঙিয়ে দিয়েছিল স্টেশনটাকে। যে দিকে চোখ যায় শুধু হলুদ রঙের পতাকা, ফ্লেক্স আর জার্সি। দেখে মনে হবে যেন চিপকে সিএসকে-র ম্যাচ হচ্ছে।
#WhistlePoduArmy all set to storm Pune! #WhistlePoduExpress#yellove#WhistlePodupic.twitter.com/dY1gm3foDs
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2018
রাত পোহালেই সিএসকে-র পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ চিপকেই হওয়ার কথা ছিল। কিন্ত তামিলনাড়ু জুড়ে চলমান কাবেরী আন্দোলনের জেরে চেন্নাইতে এবছর আর আইপিএল হবে না। মহেন্দ্র সিং ধোনিদের ঘর বদলেছে। এই মরশুমে চেন্নাই প্রতিটি হোম ম্যাচ খেলবে পুনেতে। ধোনি বাহিনীর নয়া ভেন্যু মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। পুনের মাঠে চেন্নাইয়ের সমর্থক ভরাতেই অভিনব উদ্যোগ নিল সিএসকে। ফ্যানেদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল তারা। হুইসেলপোডু এক্সপ্রেস চেপেই প্রায় ১০০০ ফ্যান পুনে রওনা দিল। এখানেই শেষ নয়, ফ্যানেদের জন্য কমপ্লিমেন্টারি পাস ও বিনা পয়সায় থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
The wheels of the #WhistlePoduExpress have started rolling as @CSKFansOfficial are en route to their home away from home in Pune! Catch the entire journey on the #SuperKingsShow tomorrow, 8 AM onwards, only on Star Sports 1/1HD. pic.twitter.com/44zXvTjP20
— Star Sports (@StarSportsIndia) April 19, 2018
.@ChennaiIPL are set to play the rest of their home matches in the #VIVOIPL at Pune and so are the @CSKFansOfficial with their #WhistlePoduExpress! Catch the fun journey of the fans from their old home to the new on the #SuperKingsShow, tomorrow on Star Sports! pic.twitter.com/YyF8LiKVFE
— Star Sports (@StarSportsIndia) April 19, 2018
Super fun in the #WhistlePoduExpress! ???????? pic.twitter.com/BME1l6QGhp
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2018
ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হওয়ায় শেষ দু বছর টুর্নামেন্টে নির্বাসিত ছিল সিএসকে। স্বমহিমায় প্রত্যাবর্তন করেছে ইয়েলো আর্মি। পরপর দু ম্যাচ জিতেছে তারা। কিন্তু গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র পাঁচ রানের জন্যই হারতে হয়েছে চেন্নাইকে। ধোনির অপরাজিত ৭৯ রানের ইনিংসও কাজে আসেনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/DHONI-1.jpg)