এটিকে মোহনবাগানের ঘর ভেঙে দিল এবার চেন্নাইয়িন এফসি। তারকা ডিফেন্ডার সালাম রঞ্জন সিংকে এবার চেন্নাইয়িন সই করিয়ে ফেলল শুক্রবারই। গত মরশুমে এটিকেএমবি-র হয়ে খেলার পর সালামকে বেশ কয়েক বছরের চুক্তিতে ধোনির মালিকানাধীন ক্লাব সই করালো, এমনটাই জানা গিয়েছে।
মণিপুরের ইমফল থেকে সালাম নতুন ক্লাবের মিডিয়াকে জানিয়েছেন, "চেন্নাইয়িনে নাম লেখাতে পেরে ভালো লাগছে। যত বেশি সম্ভব ম্যাচ টাইম নিয়ে ক্লাবে খেলতে চাই। চেন্নাইকে ট্রফি জেতাতে বদ্ধপরিকর। কঠোর পরিশ্রমের মাধ্যম দলের প্ৰথম একাদশে জায়গা করে নিতে চাই। ক্লাব এবং সমর্থকদের নিজের সেরাটা উজার করে দিতে চাই। নিজের ফিটনেসের উন্নতি এবং আরো ভালো খেলোয়াড় হিসাবে নিজেকে তুলে ধরাই আপাতত আমার পাখির চোখ। সাফল্যের খিদে আমার বেশ বেড়ে গিয়েছে।"
আরো পড়ুন: ইস্ট-মোহনের হাজারো প্রস্তাবেও সাড়া দেননি! চলে গেলেন ভারতীয় ফুটবলের ‘সক্রেটিস’
পুণে এফসি একাডেমি থেকে উঠে আসার পর গত কয়েক বছরে জাতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যুব স্তরে একাধিক খেতাব জয়ের পরে ২০১৩-১৪ মরশুমে সালাম নাম লেখান পুণে এফসির সিনিয়র দলে। সেখানে পুণের জার্সিতে এএফসি এবং আইলিগে চুটিয়ে খেলেছেন। এরপরে বেঙ্গালুরু এফসির জার্সিতে আইলিগ এবং ফেডারেশন কাপ জিতেছেন।
এরপরই সালাম নাম লেখান ইস্টবেঙ্গলে। ৬ ফুট ১ ইঞ্চির তারকা ডিফেন্ডার নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে সামান্য কিছুদিন খেলার পর চলে আসেন কলকাতায়। দু-বছর ইস্টবেঙ্গলের রক্ষণের বিশ্বস্ত সৈনিক হিসাবে নিজেকে তুলে ধরেন। আইলিগে লাল হলুদ ব্রিগেডের হয়ে ৫০টির বেশি ম্যাচে খেলেন। পজিশনিং দক্ষতা, শূন্যে বল দখলের স্কিল থেকে চূড়ান্ত ফাইনাল ট্যাকল- সালাম রঞ্জনের তূণে রয়েছে সফল ডিফেন্ডার হওয়ার যাবতীয় অস্ত্র।
আরো পড়ুন: সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস
ইস্টবেঙ্গলে দুরন্ত পারফর্ম করেই সালাম রঞ্জন ২০১৭-য় জাতীয় দলে ডাক পান। যুব পর্যায়ে অবশ্য আগেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন। ইন্টারকন্টিনেন্টাল কাপে দেশকে জিততে সাহায্য করেছিলেন। ২০১৯-এ এএফসি এশিয়ান কাপেও খেলেছেন।
এরপরেই এটিকের হয়ে খেলেন তিনি ২০১৯-২০ মরশুমে। সেই বছর আইএসএল খেতাব জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আরো পড়ুন: মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে অনেক ভাল! লাল-হলুদ কর্তাদের একহাত নিয়ে বিস্ফোরণ রাইডারের
তারকা ডিফেন্ডারকে সই করিয়ে চেন্নাইয়ের অন্যতম অংশীদার ভিটা দানি জানিয়েছেন, "সালামের মত দেশীয় তারকার প্রতিভা সম্পর্কে সংশয়ের কোনো অবকাশই নেই। চেন্নাইয়িনে ও দারুণভাবে উন্নতি করবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। সেন্ট্রাল ডিফেন্সে ওর সংযোজন দলকে ভরসা যোগাবে। ওঁকে মাঠে দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন