scorecardresearch

বড় খবর

সবসময় সৌরভের নিন্দা করে বেড়াত কোহলি! স্টিং ভিডিওয় বিষ্ফোরক স্বীকারোক্তি প্রধান নির্বাচকের

সৌরভ সত্যি কথা বলেছেন, কোহলি যুদ্ধের তাপ বাড়িয়ে বিষ্ফোরক চেতন

সবসময় সৌরভের নিন্দা করে বেড়াত কোহলি! স্টিং ভিডিওয় বিষ্ফোরক স্বীকারোক্তি প্রধান নির্বাচকের

স্টিং অপারেশনে ধরা পড়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যানের বিষ্ফোরক বক্তব্য। যেখানে তিনি সরাসরি বলেছেন, বিরাট কোহলি সবসময় সৌরভকে নিয়ে কুৎসা করত। কারণ কোহলির ধারণা ছিল তাঁর ওয়ানডে নেতৃত্ব যাওয়ার পিছনে সৌরভের হাত রয়েছে।

২০২১-এই সেপ্টেম্বরে টি২০ ওয়ার্ল্ড কাপ শুরুর ঠিক আগেই কোহলি জানিয়ে দেন জাতীয় টি২০ দলের ক্যাপ্টেন থেকে সরছেন তিনি। তার ঠিক দু-মাস পরে ডিসেম্বরে বোর্ডের তরফে কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও ছেঁটে ফেলা হয়। বিসিসিআইয়ের তরফে রোহিত শর্মাকে ওয়ানডের নেতা ঘোষণা করা হয়। তার পর সৌরভ বলে দেন, কোহলিকে টি২০ নেতৃত্ব থেকে সরতে বারণ করা হয়েছিল। কারণ সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়ক ঠিক নয়।

আরও পড়ুন: ‘ফিট হতে ইঞ্জেকশন নেয় ভারতীয় তারকারা’, গোপন ক্যামেরায় ডোপিং-বোমা চেতন শর্মার

এরপরে প্রকাশ্যে কোহলি সৌরভের মন্তব্যের বিরোধিতা করেন। বলে দেন, বোর্ডের তরফে তাঁর কাছে নেতৃত্ব ছাড়ার বিষয়ে কোনও অনুরোধ আসেনি। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিষ্ফোরক প্রেস কনফারেন্সে কোহলি আরও বলেন, তাঁকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার মাত্র দেড় ঘন্টা আগে জানানো হয়।

জি নিউজের স্টিং অপারেশনে চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, কোহলিকে সৌরভ নাকি নেতৃত্ব ছাড়ার আগে একবার ভেবে দেখার অনুরোধ করেন। তবে কোহলি হয়ত ভিডিও কনফারেন্সে ঠিকমত শুনতে পাননি।

ভিডিওয় চেতন শর্মা বলেছেন, “বিরাট কোহলির মনে হয়েছে, তাঁর নেতৃত্ব হারানোর পিছনে সৌরভের হাত রয়েছে। ভিডিও কনফারেন্সে নির্বাচক কমিটির তরফে নয় জন ছিল। সৌরভ সেসময় কোহলিকে অন্তত নিজের টি২০ নেতৃত্ব ছাড়ার বিষয়টি ভেবে দেখতে বলেছিল। মনে হচ্ছে, কোহলি সেটা শুনতে পায়নি। সেখানে সৌরভ ছাড়াও আমি সহ বাকি নির্বাচক মিলিয়ে নয়জন ছিল।”

চেতন শ্রম বিষ্ফোরকভাবে আরও বলে দিয়েছেন, সৌরভের সঙ্গে কোহলির হয়ত ইগোর সংঘাত ছিল। “দুই ইগোর সংঘাত। যেখানে একজন ভাবছে সৌরভ তাঁকে নেতৃত্ব থেকে সরিয়েছে, তাই ওঁকে একটা শিক্ষা দেব। কোহলি এমন একটা বিবৃতি দিয়েছিল যার পুরো উদ্দেশ্যই ছিল সৌরভকে কলঙ্কিত করা। মিডিয়ায় মুখ খুলে সৌরভকে নিন্দা করতে চেয়েছে। তবে গোটা বিষয়টি ওঁর দিকেই ফিরে এসেছে।”

সৌরভ সেই সময় বলে দেন, “আমরা বিসিসিআইয়ের তরফে কোহলিকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলাম। অধিনায়কত্ব বদলের কোনও পরিকল্পনাই ছিল না আমাদের। তবে ও নেতৃত্ব ছাড়ল। নির্বাচকরা তারপর ঠিক করল সীমিত ওভারে স্প্লিট ক্যাপ্টেনশিপ না রাখাই ভালো। মোদ্দা কথা হল, সীমিত ওভারের ফরম্যাটে দুজন অধিনায়ক রাখা হবে না।”

চেতন শর্মা গোটা ইস্যুতে সৌরভের পাশেই দাঁড়িয়েছিলেন আগে। এবার স্টিং ভিডিওয় তিনি বলেছেন, “এটা পুরোপুরি ইগোর সংঘাত। কোহলির বক্তব্য ও সেরা। সৌরভও বলে ও আরও বড়। সৌরভও জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। বিশাল বড়মাপের ক্যাপ্টেন, বিশ্বাসযোগ্য। এখনও পর্যন্ত দেশের সফলতম অধিনায়কের মর্যাদা দেওয়া হয় সৌরভকে। বিরাট যদিও মনে করে ওই সবথেকে সফলতম। বিরাট যদি বলে সৌরভ মিথ্যা কথা বলছে, তাহলে তো সংঘাতের বাতাবরণ তৈরি হবেই।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Chetan sharma sourav ganguly vs virat kohli team india sting operation rohit sharma