বিরাট ধাক্কায় রাহানে-পূজারা! কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন দুজনেই: রিপোর্ট

শীঘ্রই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ পেতে চলেছে। সেখানে গ্রেড কমিয়ে দেওয়া হতে পারে রাহানে-পূজারার।

বিরাট ধাক্কায় রাহানে-পূজারা! কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন দুজনেই: রিপোর্ট

খুব শীঘ্রই বোর্ড বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করতে চলেছে। আর বোর্ডের সেই চুক্তির তালিকাতেই ধাক্কা খেতে চলেছেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার মত দুই তারকা। ২০২১-এ বোর্ডের যে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ পেয়েছিল, সেখানে গ্রেড-এ’তে রাখা হয়েছিল দুজনকে। এ গ্রেডে থাকার সৌজন্যে রাহানে-পূজারা দুজনেই বার্ষিক ৫ কোটি টাকা পেতেন।

তবে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জেরে দুই তারকাকেই এবার নামিয়ে দেওয়া হতে পারে গ্রেড-বি’তে। এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ায়। সেক্ষেত্রে তাদের বার্ষিক বেতন কমে দাঁড়াবে ৩ কোটি টাকায়। টানা খারাপ পারফরম্যান্সের পরেও ব্যর্থ হওয়া দুই তারকাকে জায়গা দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকাগামী সফরে। তবে দুজনেই ফের একবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: ব্যাটে-বলে দুর্ধর্ষ পারফরম্যান্স! ৬ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হতে পারে সুপারস্টারকে

বারবার সুযোগ দিয়ে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল দুই সিনিয়র তারকার ওপর। তিনটে টেস্টেই প্ৰথম একাদশে রাখা হয়েছিল দুজনকে। তবে কেউই সেই আস্থার মর্যাদা রাখতে পারেনি। তিনটে টেস্টে রাহানে ২২.৬৬ গড়ে করেছেন মাত্র ১৩৬ রান। অন্যদিকে, পূজারার সংগ্রহে ১২৪। হনুমা বিহারি, শ্রেয়স আইয়ারের মত তরুণ তুর্কিরা ওয়েটিং লিস্টে রয়েছেন। সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে প্ৰথম একাদশ থেকে বাদ পড়া কার্যত নিশ্চিত দুজনের। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, উমেশ যাদব এবং ইশান্ত শর্মাকে চুক্তি তালিকা থেকে বাইরে রাখা হতে পারে।

এদিকে, ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মত তরুণদের কেন্দ্রীয় চুক্তিতে কোনও প্রমোশন ঘটছে না। তিন ফরম্যাটেই দুই তারকা নিয়মিত হওয়ার সূত্রে ভাবা হয়েছিল, দুজনকেই সম্ভবত ‘এ প্লাস’ গ্রুপে প্রমোট করা হবে। তবে সেই রিপোর্টের দাবি দুজনকে আপাতত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বিশ্রী পারফরম্যান্সের জের! ক্যারিবীয় সিরিজে বাদ পড়ার মুখে নামি তারকা

অনেক অপেক্ষার পরে কেএল রাহুল টেস্ট দলে নিজের জায়গা পাকা করেছেন। কোহলির চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বও করেছেন তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে আবার রাহুল তিনটে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে সহ অধিনায়ক হওয়ার দৌঁড়েও রয়েছেন তিনি। ঋষভ পন্থও তিন ফরম্যাটে টিম ইন্ডিয়ার জার্সিতে নিয়মিত। বর্তমানে গ্রেড-এ’তে থাকায় দুজনের বার্ষিক বেতন ৫ কোটি টাকা।

এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন মাত্র তিনজন- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cheteshwar pujara ajinkya rahane likely to be demoted in bcci central contract grade after string of poor performance

Next Story
ব্যাটে-বলে দুর্ধর্ষ পারফরম্যান্স! ৬ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হতে পারে সুপারস্টারকে
Exit mobile version