Advertisment

ভিডিও দেখুন: গরমের হাত থেকে বাঁচতে কী করলেন পূজারা!

সকালে রাজকোটের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ছিল। সদ্য় ইংল্যান্ড সফর থেকে ভারতে ফিরে আসা ক্রিকেটাররা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো সমস্যায় পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Cheteshwar Pujara

পকেটে জলের বোতল নিয়েই ব্যাট করলেন চেতেশ্বর পূজারা

বৃহস্পতিবার থেকে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ। এদিন সকালে রাজকোটের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ছিল। সদ্য় ইংল্যান্ড সফর থেকে ভারতে ফিরে আসা ক্রিকেটাররা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো সমস্যায় পড়েছেন।

Advertisment

ব্যাট করতে নেমে বিপাকে পড়লেন চেতেশ্বর পূজারা। এই গরমের হাত থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি। পকেটে করে ছোট্ট একটি জলের বোতল নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সেই ভিডিও বিসিসিআই টুইটারে আপলোড করেছে। তারপরেই টুইটারাত্তিদের সৌজন্যে ভিডিও ভাইরাল হয়ে যায়। ড্রিংকস ব্রেকের অপেক্ষা না-করেই পূজারা প্রয়োজন মতো বোতল থেকে জল পান করলেন। এর আগে এরকম ঘটনা দেখা যায়নি।  

এদিন লোকেশ রাহুলের সঙ্গে পৃথ্বী শ ওপেন করতে নেমেছিলেন। কিন্তু মাত্র চার বল খেলে শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবডব্লিউ হয়ে যান রাহুল। এরপর পূজারা ও পৃথ্বী মিলে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ২০৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ১৩০ বলে ৮৬ রান করে শারম্যান লুইসের বসে ডাউরিচের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি।

Advertisment