পূজারা জানালেন কোহলির চোট কত’টা গুরুতর

বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে। ফের পিঠের ব্যাথা মাথাচাড়া দিয়েছে ভারত অধিনায়কের। মাঠের মধ্যেই শুয়ে পড়েন কোহলি। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহাট এসে তাঁর সুশ্রুষা করে যান।

বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে। ফের পিঠের ব্যাথা মাথাচাড়া দিয়েছে ভারত অধিনায়কের। মাঠের মধ্যেই শুয়ে পড়েন কোহলি। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহাট এসে তাঁর সুশ্রুষা করে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli injury

পূজারা জানালেন কোহলির চোট কত’টা গুরুতর (ছবি-টুইটার/বিসিসিআই)

বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে। ফের পিঠের ব্যাথা মাথাচাড়া দিয়েছে ভারত অধিনায়কের। মাঠের মধ্যেই শুয়ে পড়েন কোহলি। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহাট এসে তাঁর সুশ্রুষা করে যান।

Advertisment

যন্ত্রণায় রীতিমতো বিপাকে পড়েন কোহলি। এর পরের ওভারেই আপার কাট মারতে গিয়ে অ্যারন ফিঞ্চের হাতে থার্ড ম্যানে উইকেট দিয়ে আসেন তিনি। সম্ভবত পিঠের ব্যাথাটা না-বাড়লে কোহলি আজও সেঞ্চুরি করেই মাঠ ছাড়তে পারতেন।

আরও পড়ুন: পূজারার রেকর্ডে ৪৪৩ রানে থামল ভারতের প্রথম ইনিংস

এদিন কোহলির সঙ্গে চেতেশ্বর পূজারা ১৭০ রানের পার্টনারশিপ গড়ে তুলে ভারতকে বড় রানের পথে নিয়ে যান। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে কোহলির চোটের আপডেট দিলেন পূজারা। বললেন, “আমার মনে হয় না কোহলির চোট তেমন গুরুতর। কিন্তু আমি ফিজিও নই। সুতরাং বেশি কিছু বলতে পারব না। আমাদের পার্টনারশিপটা উপভোগ করেছি। আমি ভীষণ খুশি।”

Advertisment

চলতি বছর চোটের জন্যই কোহলি একাধিক ম্যাচ খেলতে পারেননি। এই নিয়ে দ্বিতীয়বার পিঠের চোটের সমস্যায় জর্জরিত হলেন কোহলি। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পিঠের ব্যাথায় ভুগেছেন তিনি। আগামী বছর আইপিএল ও ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। বিশেষত কোহলির ফিটনেস নিয়ে বাড়তি ভাবনা থাকবে টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সম্ভবত বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। 

Cricket Australia BCCI Virat Kohli