/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/team-india-1.jpeg)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোচনীয় ফলাফলের পর একের পর এক ভারতীয় তারকার ফর্ম এবং দক্ষতার ওপর প্ৰশ্ন উঠে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র তারকারা দলের হারের ময়নাতদন্ত করছেন। বেশ কয়েকজন তারকাকে বাদ দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি। জানা যাচ্ছে, 'বলির পাঁঠা' করে বাদ দেওয়া হতে পারে কমপক্ষে তিনজনকে- চেতেশ্বর পূজারা, কেএস ভরতের সঙ্গেই বাতিলের খাতায় চলে যাচ্ছেন বর্ষীয়ান উমেশ যাদব। জুলাই থেকেই ক্যারিবীয় সফর শুরু হয়ে যাচ্ছে। সেই সিরিজ থেকে বাদ পড়তে চলেছেন তিন তারকা।
চেতেশ্বর পূজারা: সবথেকে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন বর্ষীয়ান চেতেশ্বর পূজারা। জাতীয় দলে আগেই জায়গা হারিয়েছিলেন তিনি। তবে কাউন্টি ক্রিকেটে পারফর্ম করে টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তবে ভবিষ্যতে পূজারাকে নিয়ে টিম ইন্ডিয়া কতটা এগোবে, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচের জন্য বাতিলের খাতায় প্রথমেই থাকছে পূজারার নাম।
আরও পড়ুন: টাকার লোভে এঁরা সবকিছুই করতে পারেন! শেওয়াগ, গাভাসকারকে তুলোধোনা গম্ভীরের
কেএস ভরত: ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়েছিলেন গত ডিসেম্বরে। তারপর অনির্দিষ্টকালের জন্য জাতীয় দলের বাইরে পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও এই কারণে ছিটকে গিয়েছিলেন তারকা। স্কোয়াডে ভরতের সঙ্গে রাখা হয় ঈশান কিষানকে। প্ৰথম একাদশে ঈশান কিষান নয়, অগ্রাধিকার দেওয়া হয়েছিল ভরতকে। তবে টিম ম্যানেজমেন্টের সেই আস্থার মর্যাদা দিতে ব্যর্থ তিনি। দুই ইনিংসেই শোচনীয়ভাবে ব্যর্থ তিনি। পন্থের জায়গায় খেলতে নেমে তিনি টিম ইন্ডিয়ায় এতদিন খেলে করেছেন মাত্র ১২৯ রান। গড় ১৮.৪। ঈশান কিষান ঘরোয়া স্তরে দারুণ পারফর্ম করছেন। এমন অবস্থায় পন্থ পুরোপুরি ফিট না হয়ে ওঠা পর্যন্ত কিষানকেই খেলানো হবে। বাদ পড়ছেন কেএস ভরত।
উমেশ যাদব: জাতীয় দলের অন্যতম সিনিয়র তারকা উমেশ যাদব। বহুদিন জাতীয় দলের সঙ্গে দেশে-বিদেশে খেলেছেন। মহম্মদ শামির অভিষেকের আগে জাতীয় ফলে জায়গা পেয়েছিলেন। তবে প্রয়োজনের সময় দলকে বল হাতে ভরসা দিতে পারেননি বিদর্ভ তারকা। জসপ্রীত বুমরার ইনজুরি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা খুলে দিয়েছিল উমেশের কাছে। তবে সেই সুযোগের ফায়দা নিতে পারেননি তিনি।
আরও পড়ুন: নেতৃত্ব তো বটেই জাতীয় দল থেকেই হয়ত বাদ রোহিত! তুলকালাম সিদ্ধান্ত নেওয়ার পথে জয় শাহের BCCI
অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে একসময় বিপদে পড়ে গিয়েছিল। এরপরে স্মিথ-হেড পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিশতরানের এই জুটি চলার সময় উমেশ অজিদের রানের গতি আটকাতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে আবেশ খান, উমরান মালিক, মুকেশ কুমার সাহা একাধিক তারকা সুযোগের অপেক্ষায়। ক্যারিবীয় সফর থেকেই টেস্ট দলে নতুন মুখ দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
Read the full article in HINDI