scorecardresearch

টিম ইন্ডিয়ায় ODI, টি২০ না খেলা তারকার হাতেই অর্জুন পুরস্কার! ৫ বছর অপেক্ষার অবসান অবশেষে

জাতীয় দল থেকে ব্রাত্য তারকা অর্জুন পেয়ে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং বিসিসিআইকে

টিম ইন্ডিয়ায় ODI, টি২০ না খেলা তারকার হাতেই অর্জুন পুরস্কার! ৫ বছর অপেক্ষার অবসান অবশেষে

টি২০, ওয়ানডেতে বহুদিন ব্রাত্য। খেলেন একমাত্র টেস্ট ফরম্যাটে। তবে টেস্ট দলেও জায়গা নিয়ে বারংবার প্রশ্ন উঠে গিয়েছিল। এবার সেই চেতেশ্বর পূজারাকেই অর্জুন পুরস্কারে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। পাঁচ বছর আগে পূজারার নাম সুপারিশ করা হয়েছিল। সেই সময় ২০১৭-য় পূজারা পুরস্কার হাতে নিতে পারেননি জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায়। অবশেষে পূজারা পাঁচ বছর পর সেই পুরস্কার হাতে পেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছ থেকে।

তারপরেই বর্ষীয়ান তারকা টুইট করে সুখবর জানালেন, “বিসিসিআই এবং অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ আমার হাতে বিলম্বিত অর্জুন পুরস্কার তুলে দেওয়ায়। ক্রিকেটীয় সফরে ব্যস্ত থাকায় এর আগে অর্জুন পুরস্কার নিতে পারিনি। সম্মানিত এবং কৃতজ্ঞ।”

বর্তমানে সৌরাষ্ট্রের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রয়েছেন রাজধানী দিল্লিতে। পরের মাসে ভারতের বাংলাদেশ সফর রয়েছে। সেই সফরের আগে ইন্ডিয়া-এ দলের হয়ে পূজারা বাংলাদেশ ট্যুরে অংশ নেবেন।

আরও পড়ুন: ১৫০ কিমির আগুন-এক্সপ্রেসে ব্যাটারদের আতঙ্ক এই ভারতীয় তরুণ! নিলামে ঝড় উঠতে পারে এবারই

জাতীয় দলের হয়ে ৯৬ টেস্ট খেলা তারকা পারফরম্যান্সর কারণে বাদ পড়েছিলেন টেস্ট স্কোয়াড থেকে। তবে কাউন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স করে পুনরায় জাতীয় টেস্ট দলে কামব্যাক করেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cheteshwar pujara receives belated arjuna award from sports minister anurag thakur