Advertisment

Robin Uthappa on Cheteshwar Pujara: ক্রিজে টিকে থাকার জন্য এখনও দরকার পূজারাকে! বাতিল তারকাকে নিয়ে রোহিতদের কড়া বার্তা উথাপ্পার

Robin Uthappa and Cheteshwar Pujara: চেতেশ্বর পূজারার মত সংযমী ক্রিকেটারের অভাব রয়েছে জাতীয় দলে। এমনটাই মনে করছেন রবিন উথাপ্পা। করলেন বড় মন্তব্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Uthappa on Pujara

Uthappa on Pujara: পূজারাকে জাতীয় দলে প্রয়োজন জ বলছেন উথাপ্পা (টুইটার)

Robin Uthappa on Cheteshwar Pujara's need in Team India: ভারতীয় টেস্ট দলে চেতেশ্বর পূজারার মত একজনকে দরকার। এমনটাই মনে করেন প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় রবিন উথাপ্পা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পূজারা।

Advertisment

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে ভারতীয় দল সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরেছেন উথাপ্পা। সেখানেই তিনি পূজারার নাম উল্লেখ করেছেন। একইসঙ্গে বলেছেন, কেএল রাহুল ও অভিমন্যু ইশ্বরন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলবেন বলেই তাঁর বিশ্বাস।

এক ভার্চুয়াল মিডিয়া আলোচনায় উথাপ্পা বলেন, 'আমাদের এমন কাউকে দরকার যে রক্ষণাত্মক, প্রচলিত, ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেট খেলতে পারে। এখনও পর্যন্ত কেএল রাহুল ও অভিমন্যু ইশ্বরন সেটা করতে পারে। তবে, আমি এখনও বিশ্বাস করি টেস্ট দলে পূজারার মত একজনকে দরকার।"

"আমি আর এমন কাউকে দেখছি না যে সে এই দায়িত্ব নিতে পারে। সবাই ইতিবাচক, আক্রমণাত্মক খেলতে এবং দ্রুতগতিতে রান তুলতে চায়। যার মধ্যে শুভমান গিলও আছে। ও একজন স্বাভাবিক স্ট্রোক-খেলোয়াড়। ওঁকে ধীরে খেলতে বললে, ও সেটা পছন্দ করবে না। কারণ, তাহলে ও নিজের স্বাভাবিক খেলাটা খেলতেই পারবে না।'

উথাপ্পা জানান, টেস্ট ব্যাটিংয়ের ব্যাপারে পূজারা অভিজ্ঞ। পূজারা ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলেছিলেন। সেই সময় তিনি স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যও ছিল। তারপর ২০২৩ সালে জাতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। সেটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

উথাপ্পার এত কথা বলার কারণ, ভারত চলতি মাসের গোড়ায় নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোম টেস্ট সিরিজ হেরেছে। যা এক ঐতিহাসিক কলঙ্ক। দলের প্রথমসারির ব্যাটাররা ফর্মের অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার লক্ষ্যে ভারতকে এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে।

আর, প্রতিটিতেই জিততে হবে। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার মাটিতে। যা ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে। এই আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত কতটা কী করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেরই। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর। সেকথা মাথায় রেখেই উথাপ্পা নিজের মতামত জানিয়েছেন।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Team-India Indian Team Robin Uthappa Team India Indian Cricket Team India Cricket Team Team India
Advertisment