Advertisment

বাদ পড়লেন ধোনি, টুইটারে উঠল ঝড়

২০১৪-তে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। তখনই ক্যাপ্টেনসির ব্যাটনটাও বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন তিনি। এরপর থেকে দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-২০ ম্যাচ খেলবেন বলেই ভারতীয় বোর্ডকে জানান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
এমএস ধোনি (টুইটার)

এমএস ধোনি (টুইটার)

২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অভিষেক করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর তার ঠিক পরের বছরই প্রথম টি-২০ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন মাহি। শেষ ১২ বছর ধোনি কখনও দল থেকে বাদ পড়েননি। এই ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই গণ্য করা হয় তাঁকে। কিন্তু এই প্রথম ধোনিকে ছাড়াই টোয়েন্টি-টোয়েন্টির দল বেছে নিল এমএসকে প্রসাদ অ্যান্ড কোং। আগামী ছ’টি টি-২০ ম্যাচে দেশের জার্সিতে উইকেটের পিছনে দেখা যাবে না মাহিতে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ ডজন টি-২০ ম্যাচে তাঁর ঋষভ পন্থ বা দীনেশ কার্তিককেই দেখা যাবে।

Advertisment

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন মুরলী বিজয়, রোহিত শর্মা

২০১৪-তে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। তখনই ক্যাপ্টেনসির ব্যাটনটাও বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন তিনি। এরপর থেকে দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-২০ ম্যাচ খেলবেন বলেই ভারতীয় বোর্ডকে জানান তিনি। ফলে এই দুই ফর্ম্যাটেই নিয়মিত তিনি। ধোনিকে দল থেকে যে বাদ দেওয়া হয়েছে সে কথা একবারও নির্বাচকরা উল্লেখ করেননি। বা বিশ্রামের প্রসঙ্গও আসেনি সেখানে। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানালেন, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ছ’টি টি-২০ ম্যাচে খেলছে না। কারণ এই মুহূর্তে আমরা দ্বিতীয় উইকেট কিপারের কথা ভাবছি। আমার মনে হয় ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের ব্যাট আর কিপিং করার সুযোগ পাওয়া উচিৎ। তার মানে এই নয় যে, আন্তর্জাতিক টি-২০-তে ধোনির সফর শেষ হয়ে গেল।” যদিও প্রাক্তনদের মতে সম্ভবত ধোনিকে আর টি-২০ ফর্ম্যাটে দেখা যাবে না। কারোর মতে এটা ভাল সিদ্ধান্ত। অন্যদিকে ধোনিকে বাদ দেওয়ার ইস্যুতে টুইটারে ঝড় উঠে গিয়েছে। অনেকে বলছেন, তাঁরা আর ভারতের টি-২০ ম্যাচই দেখবেন না।

Advertisment