ICC Cricket World Cup 2019: দ্য ওভালে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোফ্রা আর্চার ঝড় তুলছেন ঠিক তখনই বাইশ গজ ফিরে গেল অতীতে। কমেন্ট্রি বক্স যেন এখানে টাইম মেশিন। নিয়ে গেল নয়ের দশকে। ফের একবার এক ফ্রেমে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বীরেন্দ্র শেহওয়াগ। একসঙ্গে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচের ধারাভাষ্য় দিলেন ভারতীয় ক্রিকেটের ত্রিমূর্তি।
বীরু আর সৌরভ অনেকদিন ধরেই ধারাভাষ্য়কার হিসেবে নিজেদের ইনিংস শুরু করেছেন। কিন্তু এদিন ধারাভাষ্য়কার হিসেবে অভিষেক করলেন ক্রিকেট ঈশ্বর। শচীন বললেন, "১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় যেরকম অভিজ্ঞতা হয়েছিল, ঠিক সেরকমই মনে হচ্ছে ২০১৯-এ দাঁড়িয়ে। ৩০ বছরের আগে হাতে ব্যাট ছিল, এখন মাইক্রোফোন আছে। সামনের দিকে তাকিয়ে আছি।"
শচীন-সৌরভের সঙ্গে নিজের ক্রিকেট কেরিয়ারের একটি ছবির সঙ্গেই ধারাভাষ্য় দেওয়ার ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন বীরু। তিনি লিখেছেন, "আবার একসঙ্গে।" শেহওয়াগের এই ছবিই সোশাল মিডিয়াকে শৈশবে ফিরিয়ে দিয়েছে।
কেউ আবার এই ছবি দেখে তিন কিংবদন্তিকে একসঙ্গে জিএসটি (গাঙ্গুলি, শেহওয়াগ, টেনডুলকর) বলেছে। অনেকেই ফিরে গিয়েছে শৈশবে। সোশালে শুধুই এখন এই ছবি ঘুরছে।