Advertisment

বাথটাবে মলত্যাগ করতেই প্রতারণার অভিযোগ! ভয়ঙ্কর দোষে খেতাব কাড়া হল চ্যাম্পিয়ন তারকার

মলত্যাগ করেই বাড়ল বিপদ

author-image
IE Bangla Sports Desk
New Update
bath-tub

নোংরা বাথটাব (প্রতীকী চিত্র, টুইটার, কেটি বেকার)

চাইনিজ দাবাড়ু ৪৮ বছরের ইয়ান চেংলং, যিনি সম্প্রতি একটি 'জিয়াংকি' বা চাইনিজ দাবা টুর্নামেন্ট জিতেছেন, তাঁর খেতাব কেড়ে নেওয়া হল। স্নানের টবে মলত্যাগ করা এবং প্রতারণার অভিযোগে তাঁকে দাবা দুনিয়া থেকে একবছরের জন্য নিষিদ্ধ করা হল। রিপোর্ট অনুযায়ী, ম্যাচে তাঁর পরবর্তী পদক্ষেপ সিগনালের সহায়তায় ঠিক করতে চেংলং ওয়্যারলেস ট্রান্সমিটার বসানো পুঁতি, পায়ুতে ব্যবহার করেছিলেন। সেই ডিভাইসকে বাঁচাতেই তিনি বাথটাবে মলত্যাগও করেন বলেই সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা।

Advertisment

চিনা সোশ্যাল সাইট ওয়েইবো অনুসারে গার্ডিয়ান জানিয়েছে, 'ইয়ান দাবা বোর্ড সম্পর্কে তথ্য একটি কমপিউটার কোডের মাধ্যমে পাচ্ছিলেন। আর তা, কম্পনের আকারে কী পদক্ষেপ নিতে হবে তার নির্দেশাবলী ফেরত পাচ্ছিলেন।' তবে চিনের দাবা সংস্থা চিনা জিয়াংকি অ্যাসোসিয়েশন (সিএক্সএ) অবশ্য চাইনিজ দাবাড়ুর পাশেই দাঁড়িয়েছে। একইসঙ্গে বলেছে যে, ইয়াং চেংলঙের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণ করা অসম্ভব।

এই ব্যাপারে চিনের দাবা সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'ইয়ান গত সপ্তাহে চিনের দ্বীপ হাইনানে অনুষ্ঠিত একটি জাতীয় টুর্নামেন্টে 'জিয়াংকি কিং' খেতাব জেতার পরপরই তার হোটেল রুমে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। তারপরে তিনি তাঁর ঘরের বাথটাবে মলত্যাগ করেন। যাতে হোটেলের বাথটাব ক্ষতিগ্রস্ত হয়। এভাবে হোটেলের সম্পত্তি নষ্ট করা চিনের আইন বিরোধী। যার জেরে ইয়ান, নৈতিকতা লঙ্ঘনের অভিযোগের আওতায় পড়েন।' ওই বিবৃতিতে বলা হয়েছে, 'পরিস্থিতি সম্পর্কে যতটা জানা গেছে, তার ভিত্তিতে বলা যায় যে এটা প্রমাণ করা অসম্ভব, ইয়ান পায়ুতে বসানো পুঁতির সাহায্যে প্রতারণায় জড়িত। এটা কেবল সোশ্যাল মিডিয়ার অনুমান মাত্র।'

আরও পড়ুন- হার্দিককে সরিয়ে নেতা ফের রোহিত! সুখবরে ভাসছেন হিটম্যান-সমর্থকরা

'দ্য ইন্ডিপেনডেন্ট'-এর উদ্ধৃতি অনুসারে মঙ্গলবার এই চাইনিজ দাবাড়ুও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ১৭ ডিসেম্বর মদ্যপান করার পরে তাঁর ডায়েরিয়া হয়েছিল। তাই তিনি সময়মতো টয়লেটে যেতে ব্যর্থ হন। বাথটাব থেকে উঠে গিয়ে মলত্যাগ করতে পারেননি। তার সঙ্গে দাবায় প্রতারণার অভিযোগ জড়িয়ে তাঁর নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। একইসঙ্গে ইয়ান দাবি করেছেন যে তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে সম্মানে চাইনিজ দাবা খেলছেন। অতীতে তাঁর বিরুদ্ধে কখনও এমন প্রতারণার অভিযোগ ওঠেনি। মিথ্যে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি ইয়ানের।

chess Britain Sports News china Sports Others
Advertisment