আইপিএলে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। ড্যারেন স্যামির এমন বিতর্কিত মন্তব্যের পরেই তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে আইপিএল বিতর্কে স্যামির পাশেই দাঁড়াচ্ছেন ক্রিস গেইল। জামাইকান তারকা বুধবারই বলে দিলেন, "সঠিক কারণের জন্য লড়াই করা কখনোই দেরির বিষয় নয়।"
স্যামির পোস্ট শেয়ার করে গেইল লিখেছেন, "এত বছর ধরে যে অভিজ্ঞতা হয়েছে, তা প্রকাশ্যে আনা কখনই দেরি নয়। তোমার স্টোরি অনেক কথা বলে যায়। যেমনটা আগেই বলেছি, এটা খেলাতেই রয়েছে।"
এর আগে জর্জ ফ্লয়েডের হত্যার পরে একহাত নিয়েছিলেন গেইল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিধ্বংসী ব্যাটসম্যান শুরুতে বর্ণবাদি চরিত্রের মানুষজনকে গালি আর ভৎর্সনা করে তিনি লিখেছিলেন, “অন্যান্যদের মত কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। কৃষ্ণাঙ্গদের বোকা বানানো সবাই বন্ধ করুক। আমিও বিশ্বজুড়ে ক্রিকেট খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছি। কারণ আমি কালো। শুধু ফুটবলই নয়, ক্রিকেটেও বর্ণবিদ্বেষ রয়েছে। এমনকি দলের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিধর, কৃষ্ণাঙ্গরাই গর্বিত।”
প্রসঙ্গত, ড্যারেন স্যামি শনিবার ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, “ও কালু শব্দের মানে তাহলে এটা! যা বলে ওরা আমাকে আর থিসারা পেরেরাকে ইন্ডিয়াতে সানরাইজার্স এ খেলার সময় ডাকত। আমি এতদিন ভাবতাম এটার অর্থ কালো শক্তিশালী মানুষ। তবে এটা জানার পরে বেশ খারাপ লাগছে।”
এর পরের পোস্টে স্যামি আবার লেখেন, “এইমাত্র জানলাম কালু মানে কি! এই নামেই আমাকে আর থিসারা পেরেরাকে সানরাইজার্স এ খেলার সময় ডাকা হত।।আমার আগের পোস্ট বলছে এই শব্দের মানে অন্য। তাই বেশ রেগে রয়েছি।”