বিশ্বকাপে বিশ্বরেকর্ড করলেন ক্রিস গেইল। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন ক্যারিবিয়ান দৈত্য। শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এই নজির গড়লেন।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেসন হোল্ডার। ওশেন থমাস, হোল্ডার আর আন্দ্রে রাসেলের আগুনে বোলিংয়ে ভস্মীভূত হয়ে যায় সরফরাজ আহমেদের পাকিস্তান। মাত্র ২১. ৪ ওভার ব্যাট করে ১০৫ রান তোলে তারা। জবাবে উইন্ডিজ ১৩.৪ ওভারে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। শে হোপের সঙ্গে ওপেন করতে নেমে গেইল ৩৪ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৫১ মিনিট ক্রিজে থেকে ছ'টি চার ও তিনটি ছয় মারেন ইউনিভার্স-বস।
আরও পড়ুন: দহনজ্বালা থেকেই বিষাক্ত বাউন্সার, খোলসা করলেন রাসেল, ক্ষোভে ফুটছেন তিনি
ম
গেইলের এর আগে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ছয়ের মালিকানা ভাগ করে নিচ্ছিলেন। ৩৭টি করে ছয় ছিল দু'জনের ঝুলিতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর তালিকায় তিনে রয়েছেন রিকি পন্টিং (৩১টি), চারে ব্র্যান্ডন ম্যাকালাম (২৯টি), পাঁচে হার্শেল গিবস (২৮টি), ছ'নম্বরে যুগ্মভাবে শচীন তেন্ডুলকর ও সনত জয়সুরিয়া (২৭টি করে), সৌরভ গঙ্গোপাধ্যায় (২৫টি) রয়েছেন আটে। ন'নম্বরে ম্যাথিউ হেডেন (২৩টি), ও দশে ভিভ রিচার্ডস (২২টি)