scorecardresearch

বর্ধমান দেখতে আসছেন গেইল, সেরার সেরা চমক দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি নিজেই

কলকাতা নয় এবার গ্রাম গঞ্জও ঘুরে দেখবেন ক্রিস গেইল

বর্ধমান দেখতে আসছেন গেইল, সেরার সেরা চমক দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি নিজেই

কলকাতায় বহুবার খেলতে এসেছেন ক্রিস গেইল। আইপিএল তো বটেই। জাতীয় দলের হয়েও ইডেন মাতিয়ে গিয়েছেন একাধিকবার। কেকেআরের একসময় ঘরের ছেলে ছিলেন তিনি। সেই গেইলই এবার পা রাখছেন বাংলায়।

তবে কলকাতায় নয়। কলকাতা ছাড়িয়ে এবার বর্ধমান দেখবে ক্যারিবিয়ান ক্যালিপসোর ঝলক।

বর্ধমানের মালির মাঠে ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবছর হয়ে থাকে রাজনন্দিনী ক্রিকেট কাপ। যে টুর্নামেন্টে অতিথিদের তালিকায় প্রত্যেক বছরেই চমক দেন উদ্যোক্তারা। অতীতে এই টুর্নামেন্টেই দেখা গিয়েছে দিলীপ বেঙ্গসরকার, হরভজন সিংয়ের মত জাতীয় দলের তারকাদের। বিদেশিদের মধ্যে বর্ধমানের মাটিতে পা পড়েছে গেইলের দেশের কিংবদন্তি ব্রায়ান লারার পা-ও।

এবার সেরার সেরা চমকে আয়োজকরা ২৯ জানুয়ারি নিয়ে আসছেন গেইলকে। উদ্যোক্তাদের তরফে যেমন এই খবর জানানো হয়েছে, তেমন গেইল নিজেও এই খবর কনফার্ম করেছেন।

‘রাজনন্দিনী’র অফিসিয়াল ফেসবুক পেজে গেইলের ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে গেইল নিজে জানাচ্ছেন, তিনি বর্ধমানে আসছেন। ক্যাপশনে লেখা হয়েছে, “ইউনিভার্সাল বস ক্রিস গেইল আসছেন রাজ নন্দিনী ময়দানে। ২৯ তারিখ, রবিবার।
ক্যারিবিয়ান ঝড় উঠবে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট এ। ক্যালিপসো বাজবে,হুল্লোড় হবে। মাঠে দেখা যাবে ক্রিকেট জায়ান্ট কে। সাথে থাকুন, চলে আসুন এবং মুহূর্তগুলো বন্দী করে রাখুন। ক্রিস্টোফার ক্যারিবিয়ান ক্যালিপসো গেইল। থাকছেন বর্ধমানে।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Chris gayle coming to bardhaman for a program