ওয়ান-ডে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ক্রিস গেইল। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ফিরেই ঝলসে উঠল তাঁর ব্যাট। বার্বাডোসের কেনসিংটন ওভাল দেখল গেইল ঝড়। ১২৯ বলে ১৩৫ রানের ইনিংস খেলার পথে লিখলেন নতুন ইতিহাস। তার ব্যাট থেকে এসেছে তিনটি চার ও ডজন ছক্কা। ১০৪.৬৫-এর স্ট্রাইক রেট বজায় রাখলেন তিনি।
এই ম্যাচে গেইলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন তিনি। ছাপিয়ে গেলেন প্রাক্তন পাক ব্যাটসম্যান শহিদ আফ্রিদিকে। ৫২৪ ম্যাচে ৪৭৬টি ছয় মেরেছিলেন তিনি।গেইলের ঝুলিতে এখন ৪৭৭টি ছয়। ৪৪৪টি ম্যাচ খেলে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। যদিও গেইলের দুর্দান্ত ইনিংসেও উইন্ডিজকে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে ছ'উইকেটে হারতে হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের পর আর ওয়ান-ডে খেলবেন না গেইল
গেইলের ৪৭৭টি ছয়ের মধ্যে ২৭৬টি এসেছে ওয়ান-ডে থেকে। টি-২০ ক্রিকেটে তিনি ১০৩টি ছয় মেরেছেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর রয়েছে ৯৮টি ছয়। গেইল-আফ্রিদির পর সর্বোচ্চ ছয় মারার তালিকায় তিনে রয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম (৩৯৮টি)। চারে সনৎ জয়সূর্য (৩৫২টি) ও পাঁচে রোহিত শর্মা (৩৪৯টি)। ছ'নম্বরে এমএস ধোনি (৩৪৮টি)। সাতে এবি ডিভিলিয়ার্স (৩২৮টি)
গতবছর জুলাইয়ে শেষবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন গেইল। এরপর তিনি বোর্ডকে জানিয়ে দেন যে, ভারতের বিরুদ্ধে নির্বাচনের জন্য যেন তাঁর নাম ভাবা না হয়। যদিও ভারতের বিরুদ্ধে না-খেললেও গেইল খেলেছেন আফগানিস্তান প্রিমিয়র লিগ ও টি-টেন লিগে। এরপর ফের তিনি দেশের জার্সিতে ওয়ান-ডে খেলছেন। অন্যদিকে গেইল আগেই জানিয়ে দিয়েছেন যে, আসন্ন বিশ্বকাপের পর তিনি ওয়ান-ডে ক্রিকেট থেকে অবসর নেবেন।