আসন্ন ক্রিকেট বিশ্বকাপেই শেষবার দেশের জার্সিতে ওয়ান-ডে খেলবেন ক্রিস গেইল। এমনটাই মনস্থির করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান। ক্যারিবিয়ান ক্রিকেটার চাইছেন এবার নতুনরা উঠে আসুক তাঁর জায়গায়। পার্টি স্ট্যান্ডেই বসতে চান 'ইউনিভার্স বস'।
চলতি মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন করলেন ৩৯ বছরের ক্রিকেটার। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে তাঁকে ফিরিয়েছে সেদেশের বোর্ড। সিরিজের প্রথম দু'টি ওয়ান-ডে ম্যাচে রয়েছেন গেইল।আগামী বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে সিরিজের প্রথম ওয়ান-ডে খেলবেন গেইল। ম্যাচ হবে কেনসিংটন ওভালে। এরপর শুক্রবার দ্বিতীয় ওয়ান-ডে।
আরও পড়ুন: অন্য ময়দানে ছক্কা হাঁকালেন গেইল, পুরস্কৃত হলেন কোটিরও বেশি টাকায়
গতবছর জুলাইয়ে শেষবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন গেইল। এরপর তিনি বোর্ডকে জানিয়ে দেন যে, ভারতের বিরুদ্ধে নির্বাচনের জন্য যেন তাঁর নাম ভাবা না হয়। যদিও ভারতের বিরুদ্ধে না-খেললেও গেইল খেলেছেন আফগানিস্তান প্রিমিয় লিগ ও টি-টেন লিগে।
বাঁ-হাতি গেইল ওয়ান-ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৯৭২৭ রান করেছেন। বিশ্বকাপের মধ্যেই দশ হাজারের মাইলস্টোন ছোঁয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। গেইলের আগে রয়েছেন কিংবদন্তি ক্রিস গেইল। ২৯৯ ম্যাচে ১০৪০৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে গেইলের রয়েছে ২৩টি শতরান। ২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ ২১৫ রানের ইনিংসও খেলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। হাত ঘুরিয়ে ১৬৫টি উইকেটও পেয়েছেন ক্যারিবিয়ান দৈত্য।
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক করেন গেইল। ২০ বছর পর বর্ণাঢ্য ওয়ান-ডে কেরিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। বললেন, "আমি এবার ইতি টানতে চাই। তরুণরা এবার মজা করুক। আমি পার্টি স্ট্যান্ডে বসতে চাই। আমার জন্য ওদের বিশ্বকাপটা জিততে হবে। আমিও চেষ্টা করবো নিজের মতো অবদান রাখার। ২০১৯ সালটা দারুণ ভাবে শেষ করতে চাই।"